ধর্ম যার যার রাষ্ট্র সবার

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ধর্মের নামে দেশে কোনো বিভক্তি হতে দেওয়া যাবে না। ধর্ম যার যার রাষ্ট্র সবার।
ধর্মকে ব্যবহার করে যারা বিভক্তি করতে চায়, তাদের জায়গায এই দেশে হবে না। সকলকে একসঙ্গে কাজ করতে হবে।

শুক্রবার (৪ এপ্রিল) রাতে নগরের দক্ষিণ কাট্টলী হরি মন্দিরে সনাতনী ধর্মের বাসন্তী পূজা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

অনুষ্ঠানে আগত সনাতনী ধর্মাবলম্বীদের সঙ্গে তার আত্মার সম্পর্ক রয়েছে জানিয়ে সাবেক বাণিজ্যমন্ত্রী বলেন, সকল ধর্মের লোকজন চমৎকার পরিবেশে যার যার উৎসব পালন করবে – এটাই এদেশের চিরন্তন নীতি। এখানকার সঙ্গে আমার আত্মার সম্পর্ক, মাটির সম্পর্ক, ছোটবেলায় আমি এসব জায়গায় প্রায় আসতাম।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মনজুর আলম, বিএনপি নেতা আবু জহুর, দিদারুর রহমান সুমন, সাইফুল আলম আজাদ বাঙ্গালী, নুর সেলিম বাঙালি, দেলোয়ার, হরি মন্দির কমিটির সভাপতি সদানন্দ ভট্টাচার্য, সাধারণ সম্পাদক সমর কান্তি দাস, বাসন্তী পূজা উদযাপন পরিষদ সভাপতি মেনু রানী দেবী ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট কেন্দ্রীয় কমিটি চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাজিব ধর তমাল প্রমুখ।