পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় ঈদের ছুটিতে নানারবাড়ি বেড়াতে আসা দুই শিশু পুকুরে ডুবে মারা গেছে। তানজুম (৮) ও রাফি (৫) নামে এ দুই শিশু আপন ভাই বোন।
তাদের মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন আমিরাবাদ ইউনিয়ন পরিষদের সদস্য মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

তিনি জানান, শুক্রবার (৪ এপ্রিল) আমিরাবাদ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সুখছড়ি শাইরপাড়া গ্রামে নানার বাড়ির পুকুরে পড়ে যায় তারা। পরে তাদের নিথর দেহ পানি থেকে তোলা হয়।

তাদের বাড়ি আমিরাবাদের সুখছড়ি কামার দীঘির পাড়ের নতুন পাড়ায়। তারা লেয়াকতের ছেলে পারভেজের সন্তান।