শফিউল আলম, রাউজান ঃ রাউজান থানা পুলিশের অভিযান হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী আবু তাহে কে গ্রেফতার করেন। চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন এর নির্দেশে রাউজান থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাজেদুল ইসলাম এর নেতৃত্বে রাউজান থানা পুলিশের একটি চৌকস আভিযানিক দল ওয়েরেন্ট তামিলে বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানকালে রাউজান থানার মামলা নং–১৩, তারিখ –২৭/০৪/১৯৯৬, ধারা–৩৬৪/৩০২/৩৪ দন্ড বিধি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী আবু তাহেরকে ১৫ ডিসেম্বর (সোমবার) রাত ২টার সময়ে তার বাড়ী থেকে গ্রেফতার করেন। হত্যা মামলার রায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী আবু তাহের রাউজান নোয়াপাড়া ইউনিয়নের সামমাহদর পাড়ার সৈয়দ আহম্মদের পুত্র।
উল্লেখ্য, ১৯৯৬ সালে সংঘটিত একটি হত্যা মামলায় বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ, ৩য় আদালত, চট্টগ্রাম আসামী আবু তাহেরকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লক্ষ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরো ৪ বছর সশ্রম কারাদণ্ড প্রদান করেন। দণ্ডাদেশের পর থেকে আসামী দীর্ঘ প্রায় ৩০ বছর ধরে পলাতক ছিলেন। রাউজান থানার ওািস সাজেদুল আলম বলেন, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী আবু তাহেরকে ১৫ ডিসেম্বর সোমবার দুপুরে আদালতে সোর্পদ করা হয়েছে। অস্ত্রধারী সন্ত্রাসীদের গ্রেফতারে সাড়াশি অভিযান অব্যাহত রয়েছে। পুলিশকে তথ্য দিয়ে সন্ত্রাসী, অপরাধীদের গ্রেফতারে সহযোগিতা করার জন্যে সকলের প্রতি অনুরোধ জানান রাউজান থানার ওসি সাজেদুল আলম।











