পেকুয়ায় প্রকাশ্যে ইউপি সদস্য অপহরণ, চেয়ারম্যানের ডেরা থেকে উদ্ধার

পেকুয়া(কক্সবাজার)প্রতিনিধি
কক্সবাজারের পেকুয়া উপজেলার  রাজাখালীতে  ইউপি চেয়ারম্যান ছৈয়দ নুরের নেতৃত্বে প্রকাশ্যে নেজাম উদ্দিন নেজুকে (৩৮) অপহরণ করার পর মারধর করে আহত করা হয়েছে। খবর পেয়ে পেকুয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে চেয়ারম্যানের ডেরা বদিউদ্দিন পাড়া থেকে ইউপি সদস্যকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
অপহৃত নেজাম উদ্দিন নেজু একই ইউনিয়নের হাজীর পাড়া এলাকার সাবেক মেম্বার মৃত আবুল কাসেমের ছেলে এবং ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক।
শনিবার (১৬মে) দুপুর ২টার দিকে রাজাখালী ইউনিয়ন পরিষদের কার্যালয় থেকে তাকে অপহরণ করা হয়।
এঘটনার প্রত্যক্ষদর্শী ইউপির প্যালেন চেয়ারম্যান বাদশা মিয়া, ইউপি সদস্য আনোয়ার হোসেন আনু, ইউপি সদস্য মনজুর আলম জানান, শনিবার সকালে ইউপি সচিব সকল ইউপি সদস্য ও সদস্যাদের ফোন দিয়ে কার্যালয়ে উপস্থিত হতে বলেন। সকল ইউপি সদস্যদের ভাতা ২৭ মাস ধরে বন্ধ তাই বৈঠকটি ডাকা হয়েছিল। সচিবের আমাদের সাথে আলাপ করার পর তিনি চেয়ারম্যানের বাড়িতে যান আলাপ করতে। ওখান থেকে সচিব আসার আগেই চেয়ারম্যান ছৈয়দ নুর দুই সিএনজি সন্ত্রাসী বাহিনী নিয়ে কার্যালয়ে হাজির হন। ওই সময় তার শরীরে লুঙ্গি ছাড়া আর কিছুই ছিলনা। একপর্যায়ে সকল ইউপি সদস্যদের ভিতর থেকে আজম উদ্দিন আজুকে টেনে নিয়ে মারধর শুরু করে। তিনি কৌশলে চেয়ারম্যানের কবল থেকে ছুটে পালানোর পর নেজাম উদ্দিন নেজুকে মারধর শুরু করে। আমরা সবাই এ ঘটনায় হতবাক। একপর্যায়ে চেয়ারম্যান নেজুকে মারধর করতে করতে তাদের ব্যবহৃত সিএনজি গাড়িতে তুলে ফেলেন। নিয়ে যান বদিউদ্দিন পাড়ায় চেয়ারম্যানের আস্তানায়। সেখানে নিয়ে যাওয়ার খবরটি আমরা তাৎক্ষনিকভাবে পেকুয়া থানার ওসি কামরুল আজমকে অবগত করি। সেখান থেকে আহত অবস্থায় ওসি (তদন্ত) মিজানুর রহমান তাকে উদ্ধার করেন।
ইউপি সদস্য আজম উদ্দিন আজু বলেন, চেয়ারম্যান তার সন্ত্রাসী বাহিনী নিয়ে কার্যালয়ে এসে প্রথমে আমাকে মারধর করে। আমি পালিয়ে যেতে সক্ষম হলেও নেজু মেম্বারকে মারধর করার পর অপহরণ করে নিয়েও যায়। সেখানেও তাকে হাতুড়ি পেঠা করে পুরো শরীরে আঘাত করা হয়।
ইউপি সদস্য নেজাম উদ্দিন নেজু বলেন, আমাদের ভাতা বন্ধ ২৭ মাস ধরে। আজকে সব ইউপি সদস্যকে ভাতা দেয়ার কথা বলে ডেকে নিয়ে যায় সচিব নবিউল ইসলাম। আমরা যখন ইউপি কার্যালয়ে অবস্থান করি তখন চেয়ারম্যান ছিলনা। সচিব আমাদের সাথে আলাপ করে চেয়ারম্যানের বাড়িতে যান। সেখানে তিনি চেয়ারম্যানকে কি বলছে না বলছে আমরা জানিনা। চেয়ারম্যান ক্ষিপ্ত হয়ে তার সন্ত্রাসী বাহিনী নিয়ে অস্ত্র সজ্জিত হয়ে কার্যালয়ে উপস্থিত হন। আজুকে মারধর করলে তিনি পালিয়ে যান। অস্ত্রের মুখে আমাকে জিম্মি করে তাদের গাড়িতে তুলে ফেলেন। গাড়িতে মারধর করতে করতে বদিউদ্দিন পাড়ায় একটি পরিত্যাক্ত বাড়িতে নিয়ে যায়। সেখানে পুরো শরীর হাতুড়ি পাঠা করেন। ওই সময় এনাম, আন্টুসহ ১৫জনের মত ডাকাত উপস্থিত ছিল। পরে পুলিশ আসার খবর পেয়ে সচিবের গাড়িতে আমাকে ওঠিয়ে দেয়।
ইউপি সচিব নবিউল ইসলাম ও চেয়ারম্যান ছৈয়দ নুর এবিষয়ে বক্তব্য দিতে অপরাগত প্রকাশ করেছেন।
পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান জানায়, অপহৃত নেজু মেম্বারকে চেয়ারম্যানের বাড়ি সংলগ্ন এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। তাকে চিকিৎসা দেয়া হচ্ছে।
পেকুয়া থানার ওসি কামরুল আজম বলেন, বিষয়টি শুনার সাথে সাথে পুলিশ পাটিয়ে তাকে উদ্ধার করা হয়েছে। ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।