বিজয় দিবসে চট্টগ্রাম হজ্ব সেবা কেন্দ্রের দোয়া মাহফিল

মহান বিজয় দিবস উপলক্ষে দোয়া মাহফিল করেছে চট্টগ্রাম হজ সেবা কেন্দ্র।

মহান বিজয় দিবসে দোয়া মাহফিলের আয়োজন করে চট্টগ্রাম হজ্ব সেবা কেন্দ্র। চট্টগ্রাম হজ্ব সেবা কেন্দ্রের চট্টগ্রাম কার্যালযে অনুষ্ঠিত দোয়া মাহফিল ও মোনাজাত পরিচালনা করেন মৌলানা ক্বারী মোহাম্মদ ইলিয়াছ। এতে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম হজ্ব সেবা কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক লেখক সাংবাদিক মির্জা ইমতিয়াজ শাওন, সংগঠক শাদ ইরশাদ, সংগঠক রহমান মিজান, সংগঠক সাজ্জাদ হোছাইন নিপুন প্রমূখ।
এ সময় মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মৃতির উদ্দেশ্যে দোয়া ও দরুদ, মিলাদে তাদের আত্মার শান্তির কামনা করা হয়। মোনাজাতে দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি কামনায় দোয়া করা হয়।