জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার সাজা থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে খালাস দেয়ার বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) আপিল আবেদনের শুনানি আগামী ২ মার্চ ধার্য করেছেন আদালত। রোববার বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন বেঞ্চ শুনানির দিন ধার্য করেন।
বিএনপির চেয়ারপারসনের পক্ষের আইনজীবী কায়সার কামাল এ তথ্য নিশ্চিত করেছেন।
জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগ এনে ২০১০ সালে খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে মামলা করে দুদক।
অন্য আসামিরা হলেন—খালেদা জিয়ার তৎকালীন রাজনৈতিক সচিব প্রয়াত হারিছ চৌধুরী, হারিছ চৌধুরীর তৎকালীন একান্ত সচিব ও বিআইডব্লিউটিএ’র নৌ-নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক জিয়াউল ইসলাম মুন্না এবং অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খান।
২০১৮ সালের অক্টোবরে ওই মামলায় খালেদা জিয়াকে সাত বছরের কারাদণ্ড দেন আদালত। পরে ওই রায়ের বিরুদ্ধে আপিল করেন খালেদা জিয়ার আইনজীবীরা।
গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ২৭ নভেম্বর বিএনপি চেয়ারপারসনকে মামলা থেকে খালাস দেন হাইকোর্ট। ওই রায়ের বিরুদ্ধে গত ১৬ ফেব্রুয়ারি আদালতে আপিল আবেদন করে রাষ্ট্রপক্ষ।