চট্টগ্রামের হালিশহর এলাকা থেকে এলটি বিদেশি অস্ত্রসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (১৭ নভেম্বর) তাদের গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।

গ্রেপ্তার দুজন হলেন- অস্ত্রসহ ৬টি মামলার আসামি মো. মোরশেদ (৩৫) ও মো. ছগির (৪৬) ওরফে গুরু ছাগির। এর মধ্যে মোরশেদ পাহাড়তলীর সাগরিকা এবং ছগির ডবলমুরিংয়ের হাজীপাড়া এলাকার বাসিন্দা।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী মিশনার (জনসংযোগ) আমিনুর রশিদ জানান, নাশকতা সৃষ্টির পরিকল্পনাকারী মোরশেদ ও ছগিরকে হালিশহর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে। মোরশেদের নামে ৪টি অস্ত্র মামলাসহ ৬টি মামলা রয়েছে।











