মিরসরাই বিএনপি-যুবদলের তিন নেতার বহিস্কাদেশ প্রত্যাহার

মিরসরাই প্রতিনিধি : মিরসরাইয়ে বিএনপি-যুবদলের শীর্ষ তিন নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। তারা হলেন মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, উপজেলা যুবদলের আহবায়ক কামাল উদ্দিন ও জোরারগঞ্জ থানা যুবদলের আহবায়ক সিরাজুল ইসলাম।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থি কার্যকলাপের জন্য উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, উপজেলা যুবদলের আহবায়ক কামাল উদ্দিন ও জোরারগঞ্জ থানা যুবদলের সিরাজুল ইসলামকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্যপদ ফিরিয়ে দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, গত ২৯ জুলাই দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন চেয়ারম্যানসহ পাঁচ শীর্ষ নেতাকে দল থেকে বহিষ্কার করে।
এর আগে ২৪ অক্টোবর চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন চেয়ারম্যান ও ২৭ অক্টোবর বারইয়ারহাট পৌরসভার বিএনপির সাবেক আহবায়ক দিদারুল আলম মিয়াজীর বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।

বহিস্কারাদেশ প্রত্যাহার হওয়ায় মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন বলেন, দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। দল ভালো মনে করেছে বহিস্কার করেছে, এখন দল বহিস্কারাদেশ প্রত্যাহার করায় ভালো লাগছে।