উখিয়ায় ১৫০ ঘনফুট কাঠসহ ট্রাক জব্দ

কক্সবাজার দক্ষিণ বনবিভাগের আওতাধীন উখিয়া রেঞ্জের ওয়ালাপালং বিটের তুলাতলী সড়ক থেকে ১৫০ ঘনফুট জ্বালানি কাঠভর্তি একটি ডামট্রাক জব্দ করেছে বনবিভাগ।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে অভিযান পরিচালনা করে জ্বালানি কাঠ ও ডাম ট্রাক জব্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার দক্ষিণ বন বিভাগের উখিয়া রেঞ্জ কর্মকর্তা মো. শাহীনুর রহমান।

বন বিভাগ সূত্রে জানা যায়, তুলাতলী সড়ক দিয়ে প্রতিনিয়ত জ্বালানি কাঠ পাচার করছে একটি চক্র। অবৈধভাবে পাচার করা এসব কাঠ ব্যবহার করা হয় ইটভাটার জ্বালানি উপকরণ হিসেবে। স্থানীয় প্রভাবশালী সিন্ডিকেট কাঠ পাচারচক্রের সঙ্গে সরাসরি জড়িত। এসব অপরাধীদের ধরতে শনিবার অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন দোছড়ি বিট কর্মকর্তা ইমদাদুল হাসান রনি এবং উখিয়া সদর ও ভালুকিয়া বিট কর্মকর্তা আব্দুল মান্নান। আভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে সড়কেই কাঠভর্তি ডাম ট্রাক রেখে পালিয়ে যায় পাচারকারী চক্র। এসময় দেড়শো ঘনফুট জ্বালানি কাঠ জব্দ করে ডাম্পার রেঞ্জ কার্যালয় হেফাজতে নিয়ে যায় বনবিভাগ।

বন বিভাগের উখিয়া রেঞ্জ কর্মকর্তা শাহীনুর জানান, অবৈধভাবে জ্বালানি কাঠ পাচারের সঙ্গে যারাই জড়িত, তাদের শনাক্ত করে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।