৫ আগস্ট হাসিনা সরকারের পতনের দিন চট্টগ্রাম মহানগরীর ডবলমুরিং থানার মালখানা থেকে লুট হওয়া একটি দেশীয় তৈরি এলজিসহ ইউসুফ শান্ত (২৪) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে নগরীর চৌমুহনী চারিয়াপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে ডবলমুরিং থানা পুলিশ।
এসময় গ্রেফতার শান্তের দেখানো মতে তার বসতঘর থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়।
ডবলমুরিং থানার ওসি কাজী মো. রফিক আহমদ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শান্ত নামের ওই যুবককে গ্রেফতার করা হয়। এ ঘটনায় আরও দুইজনের সম্পৃক্ততার তথ্য রয়েছে। তাদেরও গ্রেফতারে অভিযান চলছে।