মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: মিরসরাইয়ে ৪টি টিয়া পাখি জব্দ করে পরে অবমুক্ত করেছে বন বিভাগ।
বুধবার(৩০ এপ্রিল) বিকালে উপজেলার বড়তাকিয়া বাজার থেকে টিয়া পাখিগুলো জব্দ করার পর বারৈয়াঢালা ন্যাশনাল পার্কের আওতাধীন বড়তাকিয়া বীট অফিস সংলগ্ন মাঠে পাখিগুলো অবমুক্ত করা হয়।
এসময় বড়তাকিয়া বীট কর্মকর্তা মোঃ মামুন, ফরেস্টার অরুণ রায়, সরদার মোঃ রুহুল আমিন উপস্থিত ছিলেন।
বড়তাকিয়া বীট কর্মকর্তা মোঃ মামুন বলেন, বন্য প্রাণী সংরক্ষণ আইনের আওতায় বুধবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে বড়তাকিয়া বাজার থেকে ৪টি টিয়া পাখি জব্দ করা হয়। পরে বড়তাকিয়া বীট কার্যালয় সংলগ্ন মাঠে পাখিগুলো অবমুক্ত করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।