আলোর স্বল্পতায় গত সপ্তাহে ১০৫ মিনিটের লড়াই শেষে বসুন্ধরা কিংস ও আবাহনী লিমিটের মধ্যকার ফেডারেশন কাপ ফুটবলের ফাইনাল ম্যাচটি স্থগিত হয়ে গিয়েছিল।
মঙ্গলবার (২৯ এপ্রিল) বাকি ১৫ মিনিটের খেলা অনুষ্ঠিত হয়েছে। তাতে ম্যাচের স্কোর লাইন আগের মতোই ১-১ থাকায় খেলা গড়ায় টাইব্রেকারে। যেখানে আবাহনীকে ৫-৩ গোলে হারিয়ে শিরোপা ধরে রেখেছে বসুন্ধরা কিংস।
ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে আজ ম্যাচটির অতিরিক্ত সময়ের বাকি থাকা ১৫ মিনিটের লড়াইয়ে ১০ জনের বসুন্ধরা কিংসের ওপর আবাহনীই বেশি চাপ প্রয়োগ করেছে। কিংসও চেষ্টা করে গেছে। তবে পরিস্কার সুযোগ বলতে যা বোঝায়, সেটা এই দুই দলের কেউই করতে পারেনি। বরং শেষ দিকে টাইব্রেকারের জন্য দুই দলই নিজেদের প্রস্তুত করছিল বলে মনে হয়েছে।
টাইব্রেকারে কিংস পাঁচ শটের সবগুলো জালে জড়ায়। দলটির পক্ষে গোল করেন- জোনাথন ফার্নান্দেস, শেখ মোরছালিন, তপু বর্মন, ইনসান আলি ও দেসিয়েল এলিস। আবাহনীর পক্ষে রাফায়েল অগুস্তো, সবুজ হোসেন ও মিরাজুল ইসলাম গোল করলেও ব্যর্থ হন এমেকা উগবাহ। দলের পক্ষে দ্বিতীয় শটটি নেন তিনি। যা বাঁ দিকে ঝাঁপিয়ে রুখে দেন কিংস গোলকিপার মেহেদী হাসান শ্রাবণ।
একই ভেন্যুতে গত সপ্তাহের মঙ্গলবার এই ফাইনাল ম্যাচটি ১০৫ মিনিটে ১-১ সমতা থাকায় অবস্থায় স্থগিত হয়ে যায়। আলোর সল্পতার কারণে ম্যাচ অফিশিয়ালরা ম্যাচটি সেদিন স্থগিত করেছিলেন। মূলত ম্যাচের দ্বিতীয়ার্ধের শুরুতে কাল বৈশাখী ঝড়ের হানায় ৫০ মিনিট খেলা বন্ধ ছিল। একারণেই সেদিন খেলাটা শেষ করা যায়নি। আরও একটি কারণ হলো- এই ভেন্যুটিতে ফ্ল্যাড লাইট নেই। পরে লিগ কমিটির সভায় সিদ্ধান্ত হয় ম্যাচের বাকি সময়ের খেলা একই ভেন্যুতে আজ অনুষ্ঠিত হবে।
গত সপ্তাহের যে লড়াই হয়েছে, তাতে খেলার প্রথমার্ধেরই দুই দল একটি করে গোল করেছিল। হুয়ান লেসকানো কিংসকে এগিয়ে নেওয়ার পর আবাহনীকে সমতা এনে দিয়েছিলেন মোহাম্মদ ইব্রাহিম। নির্ধারিত ৯০ মিনিটে আর কোনো গোল না হলে খেলা গড়িয়েছিল অতিরিক্ত সময়ে। সেখানে ১৫ মিনিট খেলা হওয়ার পর ম্যাচটি স্থগিত হয়ে যায়।
মর্যাদার এই আসরে কিংসের এটি চতুর্থ শিরোপা। গত মৌসুমে ট্রেবল জেতা দলটি চলতি মৌসুমে এনিয়ে দ্বিতীয় শিরোপার স্বাদ পেল। চ্যালেঞ্জ কাপ জিতে ২০২৪-২৫ মৌসুম শুরু করেছিল ভ্যালেরিও তিতার দল। তবে লিগ শিরোপার দৌড় থেকে এবার অনেকটাই পিছিয়ে পড়েছে দলটি।