সেলিম উদ্দীন, ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজার ঈদগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে যৌন হেনস্থার প্রতিবাদ করায় স্বামীকে হত্যার হুমকি দেয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রবাসী পরিবার প্রতিকার চেয়ে ঈদগাঁও থানায় অভিযোগ দায়ের করেছেন।
গতকাল রবিবার বিকেলে এক সংবাদ সম্মেলনে ঈদগাঁও উপজেলার পূর্ব পোকখালী সিকদার পাড়ার সৌদি প্রবাসী নেজাম উদ্দিনের স্ত্রী নাছরিন সুলতানা দাবি করেন,তার প্রবাসী স্বামীর অনুপস্থিতির সুযোগে প্রতিবেশী নাছির উদ্দিনের ছেলে মো. আবদুল্লাহ প্রায় সময় ফোনে উত্ত্যক্ত করত এবং অনৈতিক কাজের প্রস্তাব দিত। পরে এক সময় সরাসরি প্রস্তাব দেয়।
বিরক্ত হয়ে এ ঘটনা প্রবাসী স্বামীকে জানালে সে প্রবাস থেকে আব্দুল্লাহর কাছে এ বিষয়ে জানতে চাই এবং তাকে এ অপকর্ম থেকে বিরত থাকতে বলে। এতে বখাটে আবদুল্লাহ আরো ক্ষিপ্ত হয় এবং প্রবাসী স্ত্রী নাসরিনকে ধর্ষণের হুমকি দেয় বলে দাবি করেন।
ইত্যবসরে গত ৫ মার্চ প্রবাসী নেজাম উদ্দিনের শিশু সন্তান নাজিব বিন নওয়াজ (২) গুরুতর অসুস্থ হলে ঘরে কোন পুরুষ সদস্য না থাকায় অসুস্থ শাশুড়ি প্রতিবেশী বিবাদির সহযোগিতা চাই।
এ সুবাদে বিবাদী প্রবাসীর বাড়িতে এসে অসুস্থ শাশুড়ি অন্য রুমে থাকার সুযোগে প্রবাসীর স্ত্রী নাসরিনের শরীরের স্পর্শকাতর স্থানে জোর পূর্বক হাত দেয়। এতে প্রবাসী স্ত্রী শোর চিৎকার করিলে লম্পট আব্দুল্লাহ পালিয়ে যায়। এ ঘটনা প্রবাসী স্বামীকে জানালে সে বিগত ৭ এপ্রিল দেশে ফিরে অভিযুক্ত আব্দুল্লাহর নিকট এ বিষয়ে জানতে চাইলে সে উলটো প্রবাসী স্বামীকে প্রাণ নাশের হুমকি দেয়।
এরই ধারাবাহিকতায় গত ২২ এপ্রিল সকালে প্রবাসী নেজাম গ্রামের দোকান থেকে ঘরে ফেরার পথে বিবাদী তার আরো ৩ সহযোগীসহ তার পথরোধ করে এ নিয়ে বাড়াবাড়ি না করার জন্য বলে। এতে প্রবাসী নেজাম প্রতিবাদ করলে বিবাদির কোমরে থাকা ছোরা দিয়ে প্রবাসীকে হত্যার হুমকি দিয়ে তেড়ে আসে। এতে প্রবাসী নেজাম প্রাণভয়ে পালিয়ে রক্ষা পাই বলে সংবাদ সম্মেলনে উপস্থিত ভিকটিম প্রবাসীর স্ত্রী নাসরিন সুলতানা, প্রবাসীর পিতা নাছির উদ্দিন ও মা মাছুমা খাতুন উপস্থিত সাংবাদিকদের নিকট দাবি করেন। ঘটনা পরবর্তী প্রবাসী পরিবার জীবনের নিরাপত্তা চেয়ে ঈদগাঁও থানায় অভিযোগ দায়ের করেছেন জানিয়ে ভুক্তভোগী পরিবারটিকে নিরাপত্তা প্রদান ও সুবিচার পেতে প্রশাসন ও এলাকাবাসীর জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।