কক্সবাজার ঈদগাঁও আলমাছিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রে দুই দাখিল পরীক্ষার্থী বহিস্কার হয়েছে।
রোববার (২৭ এপ্রিল) ইংরেজী প্রথম পত্র পরীক্ষা চলাকালে দুই পরীক্ষার্থীর কাছে (এন্ড্রয়েড ডিভাইস) মোবাইল পাওয়ার দায়ে তাদের বহিষ্কার করা হয় বলে নিশ্চিত করেন কেন্দ্র সচিব মাওলানা মোহাম্মদ ছৈয়দ।
বহিষ্কৃত দুই পরীক্ষার্থী স্বাগতিক পরীক্ষা কেন্দ্র মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করেন।