তারেক রহমানসহ আসামিদের খালাসের বিরুদ্ধে আপিল শুনানি ৪ মে নির্ধারণ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার সকল আসামির খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিলের শুনানি আগামী ৪ মে নির্ধারণ করা হয়েছে।

রোববার (২৭ এপ্রিল) একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের লিভ টু আপিল শুনানির জন্য কার্যতালিকায় ছিল। তবে বেঞ্চ পুনর্গঠন না হওয়ায় শুনানি পেছানো হয়।

উল্লেখ্য, ১২ জানুয়ারি ২০২৫ সালে উচ্চ আদালত ২১ আগস্টের গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ অন্যান্য আসামিদের খালাস দেন। এই রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল দায়ের করে রাষ্ট্রপক্ষ।

বিচারিক আদালত ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় ১৯ জনকে মৃত্যুদণ্ড, ১৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ১১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেন। তবে, হাইকোর্ট তারেক রহমান ও বাবরের বিরুদ্ধে বিচারিক আদালতের রায়কে অবৈধ ঘোষণা করে তাদের খালাস দেন।

এ ঘটনায় রাষ্ট্রপক্ষ উচ্চ আদালতে আপিল দায়ের করে, যা বর্তমানে ৪ মে শুনানির জন্য পুনরায় নির্ধারণ করা হয়েছে।