রাঙ্গামাটির কাউখালীতে পিকআপ-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত বেড়ে ছয়জনে দাঁড়িয়েছে। এর মধ্যে একজনের পরিচয় পাওয়া যায়নি।
শনিবার (২৬ এপ্রিল) সকালে উপজেলার বেতবুনিয়া ইউনিয়নের চেয়ারম্যান পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- চট্টগ্রামের রাউজান উপজেলার কাজী পাড়ার বাসিন্দা সোয়াব আলীর ছেলে মো. আবু তাহের (৫০), হাটহাজারী উপজেলার পূর্ব আলমপুরের মৃত তৈয়ব নিয়ার ছেলে মাহাবুবুর রহমান বাচ্চু (৫০), রাঙ্গুনিয়া উপজেলার মাজার গেইট সাদেক নগর এলাকার মো. সিরাজুল হকের ছেলে জয়নাল আবেদীন ওরফে আবুল বাশার, সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী হাসনাবাদের মৃত গোলজারের ছেলে ইজাদুল (২৫) ও রাঙ্গামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়া তালুকদার পাড়ার আব্দুর রহিমের স্ত্রী নুরুন নাহার (৪০)। তবে অজ্ঞাতপরিচয় এক মারমা নারীর পরিচয় পাওয়া যায়নি। তিনি চিকিৎসাধীন অবস্থায় রাউজানের একটি হাসপাতালে মারা যান।
রাঙ্গামাটির অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ রুহুল আমীন বলেন, সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত হয়েছেন। জেলা প্রশাসন এখন পর্যন্ত পাঁচজনের পরিচয় নিশ্চিত হতে পেরেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।