বলিউড অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রাকে বিয়ের দুই বছর পেরোতেই সুখবর দিয়েছিলেন বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি। তিনি মা হতে যাচ্ছেন। এরইমধ্যে অন্তঃসত্ত্বা স্ত্রীকে খুশি করতে দামী উপহার দিলেন সিদ্ধার্থ।
গত ২৮ ফেব্রুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যমে কিয়ারা ও সিদ্ধার্থ উভয়েই একটি পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করেন। ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন তারা। ছবিতে দুজনের চার হাতে ধরে রাখা ছিল অনাগত শিশুর এক জোড়া পায়ের মোজা।
ভারতীয় গণমাধ্যমের খবর, হবু মা কিয়ারাকে একটি লাক্সারি গাড়ি উপহার দিয়েছেন সিদ্ধার্থ মালহোত্রা। আর সেই গাড়ি হল টয়োটা ভেলফায়ার। বলিউডের অনেক তারকারাই এই গাড়ি ব্যবহার করেন। তাদের মধ্যে রয়েছেন অজয় দেবগন, অনিল কাপুর, ঐশ্বরিয়া রায়, কৃতি শ্যানন, অক্ষয় কুমার ও আমির খান। জানা গেছে, এই গাড়ির দাম ১.১২ কোটি রুপি।
মা-বাবা হওয়ার সুখবর দিয়ে ক্যাপশনে সিদ্ধার্থ ও কিয়ারা লেখেন, ‘জীবনের সবচেয়ে দামি উপহার আসছে।’
প্রসঙ্গত, ২০২৩ সালের ৭ ফেব্রুয়ারি রাজকীয়ভাবে সাত পাকে বাঁধা পড়েন সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি। দাম্পত্যের দুই বছর পেরোতেই নতুন অতিথি আসছে তাদের সংসারে।