গুণগত প্রাণী স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে টিমওয়ার্কের বিকল্প নেই: সিভাসু’র উপাচার্য

নানা কর্মসূচির মধ্য দিয়ে শনিবার(২৬ এপ্রিল) চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) ‘বিশ্ব ভেটেরিনারি দিবস-২০২৫’ উদযাপন করা হয়েছে। দিবসটির এবারের প্রতিপাদ্য হলো ‘Animal Health Takes a Team’.

এ উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি মেডিসিন অনুষদ, ওয়ান হেলথ ইনস্টিটিউট এবং ভেটেরিনারি অনুষদীয় ছাত্র সমিতির যৌথ উদ্যোগে আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল-বর্ণাঢ্য শোভাযাত্রা, ই-পোস্টার উপস্থাপন, আলোচনাসভা এবং পুরস্কার বিতরণ।

শনিবার (২৬ এপ্রিল) সকাল সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। সিভাসু’র উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমানের নেতৃত্বে বের করা শোভাযাত্রায় শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী এবং কর্মচারীরা অংশগ্রহণ করেন।

শোভাযাত্রা শেষে সিভাসু অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় ই-পোস্টার উপস্থাপন, আলোচনাসভা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক (বহিরাঙ্গন কার্যক্রম) প্রফেসর ড. একেএম সাইফুদ্দিন, পরিচালক (ওয়ান হেলথ ইনস্টিটিউট) প্রফেসর ড. মো: আহসানুল হক এবং চট্টগ্রাম জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো: আলমগীর।
ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন প্রফেসর গৌতম কুমার দেবনাথ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রব্ন্ধ উপস্থাপন করেন মেডিসিন ও সার্জারি বিভাগরে প্রধান প্রফেসর ড.পংকজ চক্রবর্তী। স্বাগত বক্তব্য রাখেন পরিচালক (ছাত্রকল্যাণ) প্রফেসর ড. মোহাম্মদ রাশেদুল আলম।
অনুষ্ঠানে ভেটেরিনারি ক্লিনিক্যাল কেস নিয়ে ই-পোস্টার উপস্থাপন করে চ্যাম্পিয়ন হয় ‘‘Team Synergyvets’’। আর প্রথম রানার-আপ হয় ‘Team Vireon’ এবং দ্বিতীয় রানার-আপ হয় ‘Team Zoophilist’। পোস্টার প্রতিযোগিতায় বিজয়ীদেরকে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়।
এরপর ভেটেরিনারি পেশায় কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ বিশ্ববিদ্যালয়ের ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি অ্যান্ড ফার্মাকোলজি বিভাগের শিক্ষক ও পরিচালক (বহিরাঙ্গন কার্যক্রম) প্রফেসর ড. একেএম সাইফুদ্দিন-কে এক্সপেরিয়েন্সড ভেটেরিনারিয়ান অ্যাওয়ার্ড এবং সিভাসু’র প্রাক্তর শিক্ষার্থী ডা. মো: আবু বকর-কে ইয়াং প্রমিজিং ভেটেরিনারিয়ান অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমান বলেন, ‘গুণগত প্রাণী স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে টিমওয়ার্কের বিকল্প নেই। দলবদ্ধভাবে কাজ করতে পারলে গুণগত প্রাণী স্বাস্থ্যসেবা প্রদানের ক্ষেত্রে আমরা আমাদের ঈপ্সিত লক্ষ্যে পৌঁছাতে পারবো।’