নাঈমুল মাসুম
দু:স্বপ্নে ক্যাকটাসের ক্ষত,
স্তব্ধতার ছড়ানো স্তোক!
নিয়ন আলো নিভু নিভু,
জিজ্ঞাসা অর্থহীন,বেদনা মৃত।
আমি ভাসি একেক নৌকায়,
কখনো মায়া, কখনো সম্পর্কের ছায়ায়।
সময় থেমে নেই,
তবুও বিস্মৃতিরা কুয়াশায়!
নামহীন ভালোবাসা জাগ্রত,
পরাজয়ের কথায়।
ভেজা চোখ,
চিলে কোঠা কাঁদায়।
প্রণয় অভিজ্ঞানহীন,
অন্ধ জোছনায়।