নিজস্ব প্রতিবেদক: বাঁশখালী ছাত্র জনতা ও সর্বস্তরের জনসাধারণের ব্যানারে সিন্ডিকেট ভেংগে মাঠ পর্যায়ে লবণের দাম বৃদ্ধি তথা লবণের ন্যায্য মূল্যের দাবিতে দাবিতে বৃহস্পতিবার (২৪ এপ্রিল) চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
ছাত্র নেতা মো. নুরন্নবীর সঞ্চালনায় ও ছাত্রনেতা হাসান মোহাম্মদ জুনায়েদ রাসেলের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন রাজনীতিবীদ আবুদল করিম ছানবী, বাঁশখালী লিগ্যাল এইড কমিটির সদস্য সচিব এডভোকেট মাহমুদুল হক, বাঁশখালীর সমিতির সাবেক সাধারণ সম্পাদক সরোয়ার কামাল, রেডক্রিসেন্ট চট্টগ্রাম মহানগর সদস্য ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এনামুল হক। গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সদস্য জসিম উদ্দিন, দিলদার এইচ রানা, বাঁশখালী ছাত্র সংস্থার সাবেক সভাপতি তৌহিদুল ইসলাম, মিজান, ওসমান গণি, জামাল উদ্দিন, মহিউদ্দিন সোহেল, আবু ওবায়েদ নিশান, আরিফুল ইসলাম, আবদুল মান্নান, শাহেদুল আলম সিকদার প্রমুখ।
সভাপতির বক্তব্যে জুনায়েদ রাসেল বলেন, দক্ষিণ চট্টগ্রামের লবণ শিল্পকে ধ্বংস করার জন্য কথিত দালাল ও সিন্ডিকেট মিলে লবণের চাষীদেরকে ন্যায্যা মূল্য থেকে বঞ্চিত করছে। সিন্ডিকেট লবনচাষীদের ন্যায্য মূল্য না দিয়ে আমদানীর পায়তারা করছে। এমতাবস্থায় লবণ শিল্প ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে। লবণ শিল্পকে বাঁচানোর প্রধান উপদেষ্টা নোবেল জয়ী ড. মুহাম্মদ ইউনুসের হস্তক্ষেপ দাবি করছি।