খাগড়াছড়ির মানিকছড়িতে এবার একটি বেসরকারি মোবাইল ফোনের নেটওয়ার্ক কোম্পানির দুই টেকনিশিয়ানকে অস্ত্রের মুখে অপহরণের অভিযোগ উঠেছে।
শনিবার (১৯ এপ্রিল) দুপুরে মানিকছড়ি উপজেলার ময়ুরখীল এলাকা থেকে তাদের অপহরণ করেছে দুর্বৃত্তরা।
অপহৃত টেকনিশিয়ানরা হলেন- মো. ইসমাইল হোসেন (৩৫) এবং আব্রে মারমা (২৫)। মোবাইল নেটওয়ার্ক সেবা দেওয়া প্রতিষ্ঠান রবি কোম্পানিতে কর্মরত রয়েছেন দুই টেকনিশিয়ান।
স্থানীয় সূত্রে জানা যায়, মানিকছড়ি ময়ুরখীল এলাকায় দুর্বৃত্ত কর্তৃক ক্ষতিগ্রস্ত মোবাইল নেটওয়ার্ক সেবা দেওয়া একটি টাওয়ার মেরামত করতে গেলে শনিবার(১৯ এপ্রিল) দুপুরে তাদের অপহরণ করা হয়। অপহরণের ১৮ ঘণ্টা পেরিয়ে গেলেও এখন পর্যন্ত তাদের সন্ধান মেলেনি।
মানিকছড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান রুবেল গণমাধ্যমকে বলেন, দুজন টেকনিশিয়ান অপহৃত হয়েছে এমন তথ্য থাকলেও এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ আসেনি।
চলতি বছরের শুরু থেকেই জেলার বাবুছড়া এলাকাসহ বেশ কয়েকটি নেটওয়ার্ক সেবা দেওয়া টাওয়ারে বড় অঙ্কের চাঁদার জন্য সন্ত্রাসীরা হামলা করেছে। বেশ কয়েকবার এসব টাওয়ার থেকে বিভিন্ন যন্ত্রপাতি নিয়ে গেছে আঞ্চলিক সশস্ত্র সংগঠনের সন্ত্রাসীরা। তবে এখন পর্যন্ত কোনো থানায় অভিযোগ দায়ের করেনি নেটওয়ার্ক সেবা দেওয়া ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠান।