উখিয়ায় বৈছাআ সংগঠককে হত্যাচেষ্টার প্রতিবাদে মানববন্ধন

কক্সবাজারের জেলার ছাত্র আন্দোলনের অগ্রপতিক, জাতীয় নাগরিক পার্টির ( এনসিপি) জেলা সংগঠক খালেদ বিন সাঈদ ও সাঈদ স্বাধীনকে চাঁদাবাজ, জুয়াড়ি ও সন্ত্রাসী সিন্ডিকেট কর্তৃক হত্যা চেষ্টার প্রতিবাদে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে উখিয়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৮ এপ্রিল) জাতীয় নাগরিক পার্টি উখিয়া উপজেলা শাখা ও বিপ্লবী ছাত্র-জনতার ব্যানারে কোট বাজারে স্টেশনে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, উখিয়া উপজেলা জাতীয় নাগরিক পার্টির সংগঠক আকতার হোসাইন, উখিয়া উপজেলা গনতান্ত্রিক ছাত্র সংসদের সংগঠক ইমরান হোসেন বাপ্পী, আমিনুর রশিদ রিয়ান, বদরুল আলম সাগর, সিয়াম আনোয়ার ও ইমরান হোসেন প্রমুখ । এ সময় জাতীয় নাগরিক পার্টি ও গনতান্ত্রিক ছাত্র সংসদের বিভিন্ন পর্যায়ের সংগঠক বৃন্দ উপস্থিত ছিলেন।