মহেশখালীতে অপহরণের ৮ ঘন্টা পর ফারুক নামে টমটম চালক উদ্ধার

কক্সবাজারের মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের ইউনুছখালী বাজার এলাকার মৃত আবুল খাইরের পুত্র ফারুক পেশায় একজন টমটম চালক ।

১৮ এপ্রিল (শুক্রবার) রাত আনুমানিক ৮ টার দিকে তার টমটম সহ তাকে অপহরণ করে নিয়ে যায়। রাত ১১ টার দিকে ভিকটিম ফারুকের মোবাইল নাম্বার থেকে ইউনুছখালী বাজার এলাকার লালু নামের ফারুকের এক আত্বীয়ের কাছে ফোন করে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবী করে। তাদের দাবীকৃত ৫০ হাজার টাকা ৩০ মিনিটের মধ্যে না দিলে ফারুককে হত্যা করবে বলে হুমকি দেয় অপহরণকারীরা।

অপহরণের বিষয়টি মহেশখালী থানাকে অবগত করেছে বলে জানিয়েছেন ফারুকের আত্বীয় লালু। তিনি জানান আমরা ফারুকের অপহরণের বিষয়টি মহেশখালী থানা পুলিশকে অবগত করেছি। থানা পুলিশের পরামর্শ মতে আমরা অপহরণকারীদের সাথে যোগাযোগ করার চেষ্টা করে যাচ্ছি । টমটম চালক ফারুককে উদ্ধার করতে নৌ-বাহিনী , পুলিশ ও আনচার বাহিনীসহ রাতভর সাড়াশি অভিযানে অবশেষে রাত সাড়ে ৩টার দিকে মাতারবাড়ী পুরাতন সড়কের দ্বারাখাল ব্রীজের পাশ থেকে টমটম চালক ফারুককে উদ্ধার করতে সক্ষম হয়েছে।