খাগড়াছড়িতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মশাল মিছিল

ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সকল গুম-খুন, দুর্নীতি এবং রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডসহ জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে খাগড়াছড়িতে মশাল মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

রোববার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জেলা শাখার আয়োজনে শহরের চেঙ্গী স্কোয়ার এলাকা থেকে শুরু হয়ে মিছিলটি শাপলা চত্বর, সেলিম মার্কেট ঘুরে আবার শাপলা চত্বর মুক্ত মঞ্চে এসে শেষ হয়। মিছিল শেষে ছাত্র প্রতিনিধিরা বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, ‘স্বৈরাচার কখনোই স্থায়ী হয় না। আবারও যদি কোনো স্বৈরাচার বাংলার মাটিতে নতুন করে আসতে চায়, তবে তাদেরকে ছাত্র-জনতা প্রতিহত করবে।’ বক্তারা আরও বলেন, ‘আওয়ামী লীগ সরকার, তোমরা যত ষড়যন্ত্র কর, মোকাবেলা করতে ছাত্র-জনতা সবসময় প্রস্তুত। তোমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র থেকে যত ষড়যন্ত্রই করো, কিছুই করতে পারবে না। আমরা এখনও আছি, ভবিষ্যতেও থাকব, রাজপথে থাকব।’

বক্তাদের মধ্যে ছিলেন— ছাত্র প্রতিনিধি মো. শেখ ফরিদ, অপূব ত্রিপুরা, মো. জাহিদুল ইসলাম, মো. আমিনুল ইসলাম, মো. ইব্রাহিম খলিল প্রমুখ।