চট্টগ্রামের ফটিকছড়িতে মোহাম্মদ শহীদ (৪০) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
শনিবার (১ ফেব্রুয়ারি) রাতে উপজেলার দাঁতমারা ইউনিয়নের বড় বেতুয়া নয়া পাড়ার সেলিমের দোকান নামক এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শহীদ কুমিল্লা জেলার জনৈক সাইফুল ইসলামের ছেলে।
স্থানীয় একাধিক সূত্র জানায়, আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে শহীদ বড় বেতুয়া এলাকায় আমানের বাড়িতে থাকতো। শহীদকে সেলিমের দোকান এলাকায় একা পেয়ে এলোপাতাড়ি পিটুনি দেয় স্থানীয় কিছুলোক। পরে গুরুতর আহত অবস্থায় স্বজনরা উদ্ধার করে নাজিরহাটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের স্ত্রী লিজা আকতার অভিযোগ করেন, স্থানীয় আহমদ ছাফাসহ তার অনুসারীরা তার স্বামীকে পিঠিয়ে হত্যা করেছে। তিনি এই হত্যার বিচার দাবি করেন।
স্থানীয় যুবদল নেতা জানান, অভিযুক্ত আহমদ ছাফা আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। রাজনৈতিক কোন্দলের জেরে এ হত্যাকাণ্ড বলে ধারনা করছে এলাকাবাসী। দাঁতমারা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক দেওয়ান সামছ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।