সেলিম উদ্দীন, ঈদগাঁও: কক্সবাজারের ঈদগাঁওয়ে পতিত আওয়ামী দোসরদের হামলা ও নির্যাতনের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন করা হয়েছে।
১ ফেব্রুয়ারী শনিবার সন্ধ্যায় ঈদগাঁও পাবলিক হলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উপজেলার ঈদগাঁও সদর ইউনিয়নের উত্তর দরগাহ পাড়ার বৃদ্ধ মোহাম্মদ হোসেন খাদেম বলেন, তার প্রতিবেশী মো: রায়হান বর্তমানে সিটি কলেজ, কক্সবাজার পৌরসভা পুর্ব শত্রুতার জেরে বিভিন্ন সময় তাকেসহ তার পরিবারের সদস্যদের নানা ভাবে হুমকি দিয়ে আসছিল। যা নিয়ে পুর্বে বিচার সালিশ হলেও আওয়ামী ক্ষমতার দাপটে রায়হান গং তা মানেনি।
এরই জেরে পুনরায় গত ২৯ জানুয়ারি সন্ধ্যায় বৃদ্ধ মোহাম্মদ হোসেন খাদেম তার অসুস্থ স্ত্রীকে নিয়ে কক্সবাজার শহরে হাসপাতালে অবস্থানকালীন তার ঘরের দরজা ভেঙে রায়হানের নেতৃত্বে তার মামা পতিত যুবলীগ ক্যাডার তাজ উদ্দিন সিকদার তাজ মহলের পাঠানো ভাড়াটিয়া বাহিনী ঘরের দরজা ভেঙে প্রবেশ করে নগদ টাকা, স্বর্ণালংকারসহ সর্বস্ব লুট করে বৈদ্যুতিক মিটারসহ গুরুত্বপূর্ণ জিনিসপত্র ভাংচুর করে। রাতে ঘরে ফিরে এ পরিস্থিতি দেখে ৯৯৯ জানালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ ঘটনায় ঈদগাঁও থানায় এজাহার দায়ের করলে উক্ত আওয়ামী দোসর রায়হান তাকে এবং তার পরিবারের সদস্যদের প্রাণ নাশের হুমকি দিচ্ছে। থানা প্রশাসনের নিকট এজাহারটি গ্রহণ না করার জন্য নানা ভাবে তদবির করছেন বলে সংবাদ সম্মেলনে দাবি করেন তিনি।
তিনি অবিলম্বে দায়েরকৃত এজাহারটি গ্রহণ পুর্বক অপরাধীদের আইনের আওতায় এনে তাকেসহ অসহায় পরিবারের সদস্যদের নিরাপত্তা বিধানে থানা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
উপরোক্ত বিষয়ে ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো:মশিউর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি এজাহারটি এখনো তদন্তাধীন বলে জানান।