মোঃ নজরুল ইসলাম লাভলু, কাপ্তাই (রাঙামাটি): কাপ্তাই ১০ আর ই ব্যাটালিয়ন কর্তৃক অসহায় এক পরিবারকে মানবিক সহায়তা সহ স্বাবলম্বী হয়ে উঠতে হাঁস ও শেড বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বেলে ১১টায় রাঙামাটি সেনা রিজিয়নের আওতাধীন কাপ্তাই ১০ আর ই ব্যালিয়ন কর্তৃক ইউনিটের দায়িত্বপূর্ণ এলাকায় একটি অসহায় উপজাতি পরিবারকে মানবিক সহায়তা প্রদান করা হয়। এসময় উক্ত পরিবারকে স্বাবলম্বী হয়ে নিজেদের ভাগ্য গড়ে নিতে হাঁস পালনের সেড, হাঁসের খামার এবং প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিতরণ করা হয়। অসহায় পরিবারটি সেনাবাহিনীর সহযোগিতা পেয়ে আনন্দিত ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
১০ আর ই ব্যাটালিয়ন কর্তৃপক্ষ জানায়, সেনা প্রধানের দিক নির্দেশনায় পরিবারকে সহায়তা প্রদান করা হয়। আগামীতে সেনাবাহিনীর পক্ষ থেকে এধরনের মানবিক সহায়তা অব্যাহত থাকবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়।