টেকনাফে পৃথক অভিযান চালিয়ে ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার(১৬ এপ্রিল) এ বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ ২-ব্যাটালিয়ন (বিজিবি)অধিনায়ক লেঃ কর্নেল আশিকুর রহমান।
তিনি জানান,মঙ্গলবার (১৫ এপ্রিল) রাতে মিয়ানমার হতে একটি নৌকা সীমান্ত শূন্য লাইন অতিক্রম করে বাংলাদেশের জলসীমায় প্রবেশ করে, যা বিশেষ নজরদারীতে ছিল। পরে বিজিবি নৌ টহল দল কর্তৃক নৌকাটি ধাওয়া করলে নৌকায় অবস্থানরত চোরাকারবারীরা মাঝ নদীতে নৌকাটিকে ফেলে নাফনদীতে ঝাঁপ দিয়ে সাঁতরিয়ে সীমান্ত অতিক্রম করে মিয়ানমারের দিকে পালিয়ে যায়। টহল দল নৌকাটিকে টেকনাফ জেটিঘাটে নিয়ে এসে তল্লাশি করে নৌকার পাটাতনের নীচে লুকায়িত অবস্থায় বিশেষভাবে মোড়কজাত ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়। এ সময় মাদক পাচারে ব্যবহৃত নৌকাটিও জব্দ করা হয়।
অপর দিকে একইদিন রাতে লেদা বিওপির দায়িত্বপূর্ণ এলাকা দিয়ে মাদক পাচারকারী সাঁতরিয়ে মাদক নিয়ে তীরে আসার বিষয়টি গোচরীভূত হলে এলাকাটি ঘিরে রেখে তল্লাশী অভিযান চালায়। বিআরএম-১১ থেকে আনুমানিক ৫০০ মিটার দক্ষিণ-পূর্বে কামালের ঘের এলাকায় দুইটি পোটলাসহ এক যুবককে আটক করা হয়েছে। পরে পোটলা দুটি ভেতর থেকে ৮০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।
তিনি আরও জানান, উদ্ধারকৃত ইয়াবাসহ আটক আসামির বিরুদ্ধে নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।