সেলিম উদ্দীন, ঈদগাঁও।
কক্সবাজারের চকরিয়া পৌরসভার হালকাকরা মৌলভীর চরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে রাতের অন্ধকারে সীমানা দেয়াল করে চলাচল পথ বন্ধ করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী ঐ পরিবার উপজেলা প্রশাসন, চকরিয়া থানায় লিখিত অভিযোগের পর অতিরিক্ত জেলা প্রশাসক ফৌজদারি আদালত থেকে ১৪৪ ধারার আদেশনামা জারি করেছেন।
ফরিয়াদি ঐ এলাকার বাসিন্দা মৃত নজির আহমদের কন্যা মিনু আক্তার বাদী হয়ে চকরিয়া থানায় গত ৩০ জানুয়ারি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের পরিপ্রক্ষিতে থানা পুলিশের এএসআই জুয়েল একইদিন দুপুরে বিরোধপূর্ণ জায়গা সরজমিন পরিদর্শন করে শান্তিশৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দিয়েছেন।
উপজেলা প্রশাসন ও থানায় লিখিত অভিযোগে একই এলাকার মৃত ইছহাক মিয়ার স্ত্রী, পুত্র ও কন্যাদের অভিযুক্ত করা হয়েছে। তারা স্থানীয় বিএনপি নেতার প্রভাব খাটিয়ে জোর করে সীমানা দেয়াল তুলতে চাইলে উভয় পক্ষদ্বয়ের মধ্যে বাকবিতন্ডা শুরু হয়।
এসময় তাদের হাতে হেনস্তার শিকার হন সংবাদকর্মী।
একপর্যায়ে থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্তন করেছেন বলে জানা গেছে।
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আতিকুর রহমান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনজুর কাদের ভুইয়া জানান, একখানা লিখিত অভিযোগ পাওয়া গেছে, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।