সেলিম উদ্দীন, ঈদগাঁও
কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী কিশলয় আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুর ১২টায় বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে শিক্ষার্থীদের কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরনী অনুষ্ঠান শুরু করা হয়।
কিশলয় ট্রাস্ট চেয়ারম্যান খোদেজা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি অধ্যাপক মোঃ শফিউল্লাহ।
সহকারী শিক্ষক এহছান আল মামুনের পরিচালনায়
শুরুতে স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক এসএম জাহাঙ্গীর আলম।
এসময় ক্রীড়া কমিটির আহবায়ক এহছানুল কবির, সদস্য সচিব নাজমা আক্তার সিদ্দ্দিকি, সদস্য বেলাল উদ্দীন, দলীয় শিক্ষক রিদুয়ানুল হক, তাসনিম উদ্দীন, মোসাদ্দিকা মৌনিন, সিদুল কান্তি শর্মা, এস এম আকবর হোসাইন খোকন, আজিজুর রহমান, জয়নাব বাহার, নুরুল ইসলাম, নুরুল আমিন কাদেরী, প্রতিষ্ঠানের অভিভাবকসহ বিপুল সংখ্যক শিক্ষার্থীদের সমাগম হয়।
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিভিন্ন ইভেন্টে চমৎকার ক্রীড়ানৈপুণ্য প্রদর্শনের মাধ্যমে সকল অতিথিকে মুগ্ধ করে তোলেন।অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ উপজাতি নৃত্য
প্রদর্শনী। অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ এবং বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদেরকে বিশেষ সম্মাননা দেয়া হয়েছে।