শফিউল আলম, রাউজানঃ রাউজান পৌরসভার ১নং ওয়ার্ড ও ২নং ওয়ার্ডের শীর্তাত মানুষের মধ্যে কম্বল বিতরন করা হয় । রাউজান পৌরসভার ২নং ওয়ার্ডের সদস্য উপজেলা সমাজ সেবা অফিসার মনির হোসাইনের সভাপতিত্বে অনুষ্টিত কম্বল বিতরন অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাউজান পৌরসভার প্রশাসক সহকারী কমিশনার
মহান রব্বুল আলামীনের দরবারে লাখো কোটি শুকরিয়া এবং মহান মুনিব মওলা হুজুর মাইজভান্ডারীর কদমে শুকরিয়া জ্ঞাপন করছি। গত ২৮/০১/২০২৫ইং রোজ- মঙ্গলবার গাউসুল আযম মাইজভান্ডারীর তরিকতের নিবেদিত একনিষ্ঠ খাদেম, বিশ্বঅলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী (ক:)’র পরশধন্য একনিষ্ঠ মুরিদ এবং মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, কেন্দ্রীয় পর্ষদের সাবেক ষুগ্ন সম্পাদক মুহাম্মদ ইছমাঈল ফকির মাইজভান্ডারী (র:)’র ৩য় বার্ষিক ফাতেহা শরীফ শাহনগরস্থ মাজার প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। বাদে যোহর থেকে খতমে কোরআন, মিলাদ মাহফিল, আলোচনা সভা, তাওল্লাদে গাউসিয়া শরীফ, জিকিরে সেমা মাহফিল, মুনাজাত ও তবরুক বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়। মুহাম্মদ ইছমাঈল ফকির মাইজভান্ডারীর বড় জামাতা ইঞ্জিনিয়ার কাজী নাজিম উদ্দীনের সভাপতিত্বে এবং পুত্র মো: মিনহাজুল আবেদীনের পরিচালনায় অনুষ্ঠানে আলোচনা করেন বাবা ভান্ডারীর রওজা শরীফের খাদেম মাওলানা নুরুল হুদা মাইজভান্ডারী (ম:), অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, কেন্দ্রীয় পর্ষদের সম্মানিত সদস্য জনাব মনজুরুল ইসলাম চৌধুরী, রাউজান উপজেলার সমন্বয়কারীগন- মাষ্টার মোহাম্মদ আলী, মাষ্টার আনিস উল খান বাবর, মাওলানা মহিম উদ্দিন মাইজভান্ডারী, মো: নাজিম উদ্দীন, হক কমিটির বিভিন্ন শাখা কমিটির কর্মকর্তা নুরুচ্ছাফা সারাং, শাহ আলম সওদাগর, মহিউদ্দিন জীবন, মো: রাশেদ চৌধুরী, আসলাম শরীফ, মো: রাশেদ, মো: জয়নাল, মো: সেলিম উদ্দীন, মো: নাসির, ফজল আহমদ, কাজী হেলাল, মো: আজাদ, মো: নজরুল ইসলাম রিফাত, নুরুল আলম, মো: তৌহিদুল আলম, আবু আহমদ, মো: ইউনুচ, মো: বাপ্পি, ভ্রাতা- মো: ইউনিচ মিয়া, মো: জাহাঙ্গীর আলম, মো: দিদারুল ইসলাম, মো: আইয়ুব মিয়া, মো: বাবুল সহ আরো অনেকে। অনুষ্ঠানে জিকিরে সেমা পরিবেশন করেন মাইজভান্ডারী মরমী শিল্পী শাহরিয়ার আলম সানী।