চট্টগ্রামের লোহাগাড়ায় অভিযান চালিয়ে ৫০ কেজি গাঁজাসহ একটি পিকআপ গাড়ি আটক করেছে পুলিশ। তবে গাড়িতে থাকা আসামি পালিয়ে গেছে।
লোহাগাড়া থানার এসআই শরিফুল ইসলাম জানান, গোপন সূত্রে সংবাদ পেয়ে কক্সবাজার থেকে ছেড়ে আসা একটা পিকআপ গাড়ি আজ বুধবার (২৯ জানুয়ারি) ভোর ৫টায় চুনতির হাজিরাস্তার মাথায় পৌঁছলে আমরা গতিরোধ করার চেষ্টাকালে গাড়ি থেকে নেমে ড্রাইভারসহ ২ জন আসামি পালিয়ে যায়। পরবর্তীতে গাড়ি তল্লাশি করে ৫০ কেজি নিষিদ্ধ মাদক গাঁজা উদ্ধার ও পিকআপটি উদ্ধার করা হয়।
লোহাগাড়া থানার ওসি আরিফুর রহমান জানান, থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটা মামলা রুজু করা হয়েছে। জনস্বার্থে এই রকম অভিযান চলমান থাকবে।