বিদ্রোহীদের নিয়ন্ত্রণে গোমা শহর ও বিমানবন্দর, সহিংসতা চরমে

ডি আর কঙ্গোর পূর্বাঞ্চলের বৃহত্তম শহর গোমায় বিদ্রোহী গোষ্ঠী এম২৩ গতকাল মঙ্গলবার শহরের বিমানবন্দর দখলে নিয়েছে। এর ফলে সহায়তা কার্যক্রম বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। কারণ লাখ লাখ বাস্তুচ্যুত মানুষের কাছে ত্রাণ পৌঁছানোর প্রধান পথ এই বিমানবন্দর, ফলে বহু বাস্তুচ্যুত মানুষের জীবনযাত্রা ঝুঁকির মুখে পড়েছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার গোমা দখলের পর শহরের রাস্তায় মৃতদেহ পড়ে থাকতে দেখা গেছে।
২০১২ সালের পর এটিই এম২৩ বিদ্রোহীদের সবচেয়ে বড় অগ্রগতি। এই সংঘাতের মূল কারণ রুয়ান্ডার গণহত্যার প্রভাব ও কঙ্গোর খনিজ সম্পদ নিয়ন্ত্রণের লড়াই।

জাতিসংঘের মুখপাত্র স্টিফেন দুজারিক জানান, বিদ্রোহীরা বিমানবন্দর ও গোমা শহরের নিয়ন্ত্রণ নিয়েছে। তিনি শহরের পরিস্থিতিকে ‘উত্তপ্ত ও পরিবর্তনশীল’ বলে বর্ণনা করেছেন।