৩১ দফা রাষ্ট্র সংস্কারের রূপরেখা জনগণের অধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রণীত ‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা’ শীর্ষক কর্মশালা ও প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিকেলে নগরীর ফাতেমা কনভেনশন হলে ৩৮নং বন্দর থানা ওয়ার্ড বিএনপি ও তার অঙ্গ-সহযোগী সংগঠনের যৌথ আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

চট্টগ্রাম মহানগর ৩৮নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ আজম উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মিয়া ভোলা।

প্রধান অতিথি নাজিমুর রহমান বলেন, “তারেক রহমানের ৩১ দফা রাষ্ট্র সংস্কারের রূপরেখা। এটি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং জনগণের অধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। জনগণের মাঝে দফাগুলোর প্রয়োজনীয়তা তুলে ধরতে হবে। এর মাধ্যমেই একটি সুশাসিত রাষ্ট্র গড়ে তোলা সম্ভব।”

প্রধান বক্তা মোহাম্মদ মিয়া ভোলা বলেন,”৩১ দফা কেবল একটি পরিকল্পনা নয়, এটি গণতন্ত্র ও উন্নয়ন নিশ্চিত করার দিকনির্দেশ। সবার সম্মিলিত প্রচেষ্টায় দেশের মানুষকে তাদের অধিকার ফিরিয়ে দিতে হবে। একসঙ্গে কাজ করলেই এটি সম্ভব। এটি শুধু বর্তমান নয়, ভবিষ্যৎ বাংলাদেশ গঠনের পথপ্রদর্শক। সফলতা আমাদের হাতের নাগালে।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব এম এ আজিজ, চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য হাজী হানিফ সওদাগর। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ৩৮নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ জাহেদ।

সভায় নেতারা ৩১ দফার গুরুত্ব তুলে ধরেন এবং এর সফল বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।