ইট ভাটায় ইট ব্যবহৃত হচ্ছে বনের কাঠ

শফিউল আলম, রাউজান ঃ প্রাকৃতিক মৎস প্রজনন ক্ষেত্র হালদা নদীর তীরে ইটের ভাটায় হালদার চর কাটা মাটি দিয়ে তৈয়ারী করা হচ্ছে ইট, চরকাটা মাটি ও ইট পরিবহন করা হচ্ছে যান্ত্রিক নৌযান দিয়ে । প্রাকৃতিক মৎস প্রজনন ক্ষেত্র হালদা নদীর তীরে রাউজানের উরকিরচর ইউনিয়নের সার্কদা ও পশ্চিম আবুর খীল এলাকা ও নোয়াপাড়া ইউনিয়নের মোকামী পাড়ায় তিনটি ইটের ভাটা রয়েছে । তিনটি ইটের ভাটার মধ্যে মোকামী পাড়া এলাকার এ আলী ইটের ভাটাটি পরিবেশ অধিদপ্তর অভিযান চালিয়ে গুড়িয়ে দেয় । অবশিষ্ট ইটের ভাটা চালু থাকে । পরে পরিবেশ অধিদপ্তর গুড়িয়ে দেওয়া ইট ভাটা পুনরায় চালু করে। হালদা পাড়ের তিনটি ইটের ভাটার মধ্যে ইট তৈয়ারীর কাজে ব্যবহৃত মাটি হালদা নদীতে জেগে উঠা ছায়ার চর, হালদার চর থেকে গভীর রাতে ড্রেজার দিয়ে মাটি কেটে যান্ত্রিক নৌযানে করে হালদা নদী দিয়ে ইটের ভাটায় এনে স্তুপ করা হয় । এছাড়া ও ইটের ভাটায় তৈয়ারী ইট, ইট পোড়ানের কাজে ব্যবহৃত জালানী কাঠ, কয়লা যান্ত্রিক নৌযান করে হালদা নদী দিয়ে পরিবহন করা হয় । যান্ত্রিক নৌযান চলাচল করায় হালদা মাছ সহ জীব বৈচিত্র হুমকির মুখে পড়েছে । যান্ত্রিক নৌযানের আঘাতে মা মাছ সহ হালদার মধ্যে থাকা ডলফিন মারা যাওয়ার ঘটনা ঘটছে প্রতিনিয়ত । গত কয়েক বৎসরে হালদা নদীতে অর্ধশত ডলফিন মারা যায় । একই সাথে হালদা নদীর বিভিন্ন স্থানে মারা যায় মা মাছ । হালদা নদীর মা মছের প্রজনন ও জীব বৈচিত্র রক্ষায় সরকার হালদা নদীর নাজির হাট থেকে নগরীর কালুর ঘাট হালদা নদীর মোহনা পর্যন্ত ৪৮ কিলোমিটার দৈর্ঘ নদীতে সারা বৎসর মাছ শিকার নিষ্দ্বি করে। হালদা নদীতে যান্ত্রিক নৌযান চলাচল ও নিষ্দ্বি করা হয় । হালদা নদীর মা মাছের প্রজনন রক্ষায় সরকার হালদা নদীর তীরে নৌপুলিশ ফাড়ি বসিয়েছে । হালদা নদীর তীরে রাউজানের পশ্চিম গুজরা ইউনিয়নের কাগতিয়া আজিমের ঘাট এলাকায় নৌ পুলিশ থানা নির্মান করার প্রকল্প নেওয়া হয় । হালদা নদীর মা মাছ রক্ষায় প্রতিনিয়ত রাউজান উপজেলা প্রশাশন ও হাটহাজারী উপজেলা প্রশাসন, নৌ পুলিশ প্রতিনিয়ত অভিযান চালিয়ে হালদা নদী থেকে বিপুল পরিমাণ ঘের জাল, ভাসা জাল উদ্বার ও যান্ত্রিক নৌযান ধংস করে আসছে । হালদা নদীর তীরে গড়ে উঠা ইট ভাটায় হালদা নদীর চর কাটা মাটি দিয়ে ইট তৈয়ারী, যান্ত্রিক নৌযান করে হালদা নদী দিয়ে চর কাটা মাটি, ইট পোড়ানোর জন্য জালানী কাঠ পরিবহন করায় হালদা নদীর মা মাছ সহ জীববৈচিত্র হুমকির মুখে পড়লে ও সংশ্লিষ্ট কতৃপক্ষ নিরবতা পালন করছে রহস্যজনক ভাবে । অপরদিকে রাউজানের পুর্ব রাউজান, আইলী খীল, মেলুয়া, কলমপতি, বৃকবানুপুর, বৃদ্বাবনপুর, সিংহরিয়া এলাকায় গড়ে উঠা ইটের ভাটায় ইট তৈয়ারীর কাজে ব্যবহৃত হচ্ছে পাহাড় টিলা ও কৃষি জমি কাটা মাটি । প্রতিদিন এসকেভেটার দিয়ে কৃষি জমি ও পাহাড় টিলা কেটে ড্রাম ট্রাক দিয়ে ইর্টে ভাটায় পাহাড় টিলা কৃষি জমি থেকে কাটা মাটি প্রকাশ্য দিবালোকে নিয়ে যাচ্ছে। রাউজানের পাহাড়ী এলাকার পাহাড় টিলা, সংরক্ষিত বন এলাকার বৃক্ষ নিধন করছে প্রভাবশালী সিন্ডিকেটের সদস্যরা । সংরক্ষিত বন এলাকা ও পাহাড় টিলা থেকে নিধন করা কাঠ জীপ ও ট্রাক ভর্তি করে সড়কপথে ইটের ভাটায় নিয়ে যাচ্ছে ।
হালদা গবেষক ও চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের জীববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম বলেন, হালদা নদীর শাখা খালগুলোর দূষন ও যান্ত্রিক নৌযান চলাচলের ফলে হালদা নদীর জীববৈচিত্র সহ মা মাছের প্রজনন হুমকির মুখে পড়েছে। হালদা জলজ বাস্তুতন্ত্রকে মাছ, ডলফিন ও অন্যান্য প্রাণীর নিরাপদ আবাসস্থল নিশ্চিত করতে দূষণসহ সবধরণের ধংসাত্মক কর্মকাণ্ড বন্ধ করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে।রাউজান উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আলমগীর হোসেন বলেন, কর্ণফুলি নদীর জাহাজ অন্যান্য নৌযানের তেলের দূষণের কারণে ও হালদা নদীতে যান্ত্রিক নৌযান চলাচল করায় জীববৈচিত্র মা মাছের প্রজনন হুমকির মুখে পড়েছে । হালদা নদীতে রাউজান উপজেলা প্রশাসন, হাটহাজারী উপজেলা প্রশাসন, মৎস অধিদপ্তর, নৌপুলিশ অভিযান চালিয়ে মাছ শিকার করার জাল উদ্বার করে ধংস করা হয়েছে। হালদার মা মাছ, ডলফিন বা নদীর পরিবেশ রক্ষার জন্য পর্যাপ্ত জনবল এবং নিজস্ব নৌযান নেই। এসব ব্যবস্থা করা গেলে হালদা সুরক্ষায় কাজ করতে সহজ হবে। রাউজানের পুর্ব রাউজান, আইলী খীল এলাকায় পরিবেশ অধিদপ্তর অভিযান চালিয়ে ইটের ভাটা থেকে জরিমানা আদায় ও কয়েকটি ইটের ভাটা বন্দ্ব করে দেয় । অভিযান করার পর ও চলছে পাহাড়, টিলা, কৃষি জমি থেকে মাটি কাটা। একই সাথে ইটের ভাটায় ইট পোড়ানোর কাজে ব্যবহৃত হচ্ছে জালানী কাঠ । রাউজানে কয়েকটি ইটের ভাটায় অভিযান চালানো হয়েছে । পাহাড় টিলা ও কৃষি জমি থেকে মাটি কাটায় রাউজানের কদলপুর, পুর্ব রাউজান, হলদিয়ায় অভিযান চালিয়ে জরিমানা আদায় করা হয়েছে । এ প্রসঙ্গে রাউজান উপজেলা সহকারী কমিশনার ভুমি অং, সিং, মারমা বলেন, আমি রাউজানে নতুন এসেছি । আমি আসার পর হলদিয়ায় অভিযান চালিয়ে মাটি কাটার কাজে ব্যবহৃত এসকেভেটার জব্দ করেছি । পাহাড় টিলা কাটা, কৃষি জমির মাটি কাটা, ইটের ভাটায় জালানী কাঠ ব্যবহার বন্দ্বে আবারো অভিযান চালানো হবে ।