শামসু উদ্দীন টেকনাফ প্রতিনিধি: জাতীয় সংগীত পরিবেশন, প্রধান অতিথিকে ফুলের তোড়া বরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভসূচনার লগ্নে মাস ব্যাপী তারুণ্যের উৎসব-২৫ নতূন বাংলাদেশ গড়ার লক্ষ্যে “এসো দেশ বদলাই,পৃথিবী বালাই”এ প্রতিপাদ্য কে সামনে রেখে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুনামেন্ট (বালক)অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়ন টেকনাফ টিমের সংবধনা টপি প্রদান অনুষ্ঠান উপজেলা পরিষদ সাংস্কৃতিক মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
টেকনাফ উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে উপজেলা নিবাহী অফিসার শেখ এহসান উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি মোঃ সালাহ উদ্দীন বক্তব্যে বলেন,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও গণবিপ্লবের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়েছে।নাফিস আল ফারুকীর পরিচালনায় অনুষ্ঠানে সাগত বক্তব্য রাখেন টেকনাফ টীমের ব্যবস্থাপক অনন্য ফুটবলার মোঃ জামাল উদ্দীন।
অনুভূতি মূলক বক্তব্য রাখেন,চট্টগ্রামের সমন্বয়ক চৌধুরী সিয়াম এলাহী। সভায় উপস্থিত ছিলেন,টেকনাফ উপজেলা হেলথ্ কমপ্লেক্স অফিসার ডাঃ প্রনন রুদ্র, উপজেলা নিবাচন অফিসার মেহেদী হাসান, উপজেলা যুব উন্নয়ন অফিসার মিজানুর রহমান,চট্টগ্রাম সমন্বয়ক চৌধুরী সিয়াম এলাহি, উপজেলা ফুটবল টিমের সহকারী ব্যবস্থাপক ছৈয়দ আলম ও টেকনাফ উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র প্রতিনিধি মোরশেদ আলম প্রমুখ।অনুষ্ঠান শেষে কক্সবাজার সদর উপজেলা ফুটবল টুনামেনট হারিয়ে বিজয়ী টেকনাফ উপজেলা ফুটবল টিম চ্যাম্পিয়ন এর খেলোয়াড়দের হাতে প্রধান অতিথি ২৫ হাজার টাকা এবং কাপ তুলে দেন। এর আগে প্রধান অতিথি সহ বই মেলার ষ্ঠল সমূহ পরিদর্শন এবং প্রশংসা করেন।