কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং চেকপোস্টে অটোরিক্সা (সিএনজি) তল্লাশি চালিয়ে দুটি পুরাতন পিস্তল ও ৪ রাউন্ড গুলিসহ তিন রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রবিবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- কক্সবাজারের উখিয়া কুতুপালং ৭নং এফডিএমএন ক্যাম্পের এ-২ ব্লকের বাসিন্দা রোহিঙ্গা শরণার্থী উচুং জোহারের ছেলে আনোয়ার শাহ (১৮), একই ক্যাম্পের দ্বীন মোহাম্মদের ছেলে মো. শরিফ (১৮) ও ফকির আহম্মদের ছেলে মো. হাসিম (২০)।কক্সবাজার জেলার ভ্রমণ গাইড
টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, রবিবার সন্ধ্যায় গোপন সংবাদে জানতে পারি, টেকনাফের হোয়াইক্যং উনচিপ্রাং হতে উখিয়া কুতুপালংগামী একটি সিএনজিতে অবৈধ অস্ত্র রয়েছে। এমন সংবাদে টেকনাফ ব্যাটালিয়নের আওতাধীন দমদমিয়া এবং হোয়াইক্যং চেকপোস্টে যানবাহন নজরদারি ও তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়। কিছুক্ষণ পর হোয়াইক্যং চেকপোস্টের কাছে একটি সিএনজি আসলে বিজিবির সদস্যরা সিএনজিটি তল্লাশির জন্য থামায়। পরবর্তীতে সিএনজিতে থাকা তিনজনের সন্দেহজনক আচরণের জন্য তাদের চেকপোস্টে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করা হয়। তল্লাশির এক পর্যায়ে তাদের দুজনের কোমড়ে সুকৌশলে লুকানো ২টি পুরাতন বিদেশি পিস্তল ও ৪ রাউন্ড গুলিসহ তিন রোহিঙ্গাকে আটক করা হয়।
তিনি আরও বলেন, উদ্ধার করা পিস্তল ও গুলিসহ আটক আসামিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, সম্প্রতি টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) কর্তৃক দায়িত্বপূর্ণ এলাকায় মাদক এবং অবৈধ অস্ত্রের লেনদেন ও ব্যবহার প্রতিরোধে তথ্য সংগ্রহ এবং নজরদারি বৃদ্ধি, পাশাপাশি বিশেষ অভিযান চালানো হচ্ছে।