টেকনাফে পাঁচটি মেছো বাঘের বাচ্চা উদ্ধারের পর জঙ্গলে অবমুক্ত

কক্সবাজারের টেকনাফে পাঁচটি মেছো বাঘের বাচ্চা উদ্ধার করেছে উপকূলীয় বন বিভাগের সদস্যরা।

রোববার (২৬ জানুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার মগপাড়া গ্রাম বাচ্চাগুলো উদ্ধার করা হয়।

উপকূলীয় বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা বশির আহমেদ জানান, ওই গ্রামের নজির মেম্বারের বসতঘর থেকে পাঁচটি মেছো বাঘের বাচ্চা উদ্ধার করা হয়েছে। এ সময় বাঘগুলো দেখতে স্থানীয়রা ভিড় করেন।

তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে মেছো বাঘের বাচ্চাগুলো খাবারের জন্য জঙ্গল থেকে লোকালয়ে চলে এসেছে। দুপুরে বাচ্চাগুলো টেকনাফের গভীর জঙ্গলে অবমুক্ত করা হয়েছে।