চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহবায়ক আবু সুফিয়ান বলেছেন, মানুষের ভোটের অধিকার ও গণতন্ত্র ফিরিয়ে দিতে বিএনপি দীর্ঘ ১৬ বছর লড়াই-সংগ্রাম করেছে। এই দীর্ঘ আন্দোলন-সংগ্রামের ফসল হিসেবে আমরা একটি ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ পেয়েছি। আওয়ামী লীগ এর পতন হলেও মানুষের দুর্ভোগ এখনো লাঘব হয়নি। জনগণ তাদের ভোটাধিকার ফিরে পায়নি। জনগণের সরকার এখনো প্রতিষ্ঠিত হয়নি। বিগত ১৬বছর যে সকল সমস্যায় জনগণ জর্জরিত ছিল তা এখনো বিদ্যমান। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য আকাশছোঁয়া। ঊর্ধ্বগতির বাজারে সাধারণ মানুষকে হিমশিম খেতে হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি দিন দিন অবনতি হচ্ছে। সরকারী প্রতিষ্ঠানগুলোর দুর্নীতি বন্ধ হয়নি। সন্ত্রাসী কমেনি, চাঁদাবাজি কমেনি। ফলে যে আশা ও আকাঙ্খা নিয়ে মানুষ রক্ত দিয়েছে তার প্রতিফলন ঘটেনি। জনগণ ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে। মানুষ ভোটের মাধ্যমে তাদের পছন্দের জনপ্রতিনিধি নির্বাচিত করতে চাই। তাই অতি দ্রুত নির্বাচন দিয়ে জনগণের আকাঙ্খা পূরণে সরকারকে সচেষ্ট হতে হবে। কারণ পতিত আওয়ামী লীগ ও দেশী-বিদেশী দোসররা বিভিন্নভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। জনণের সরকার প্রতিষ্ঠিত হলে দেশে স্থিতিশীলতা ফিরে আসবে।
তিনি আরোও বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে বারাইপাড়া একতা সংঘ বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকান্ডের মাধ্যমে এলাকার মানুষের পাশে থাকার চেষ্টা করছে। এলাকাকে মাদক-সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত করে একটি সুন্দর সমাজ বিনির্মাণে তারা কাজ করছে। সামাজিক সংগঠন হিসেবে তাদের এই কার্যক্রম প্রশংসনীয়। তাদের এই প্রচেষ্টা ও উদ্যোগকে আমি সাধুবাদ জানায়। আমি একতা সংঘের উত্তরোত্তর সফলতা কামনা করছি। আশা করি তাদের এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে।
২৬ জানুয়ারি (রবিবার) ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ডস্থ উত্তর বারাইপাড়া একতা সংঘের উদ্যোগে আয়োজিত শিক্ষার্থী ও দুস্থদের মাঝে ‘শিক্ষা সামগ্রী এবং শীতবস্ত্র বিতরণ’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন লিপু, ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ড বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হাজী ইলিয়াছ শেকু, একতা সংঘের উপদেষ্টা ইসকান্দার সও. ,হাজী সিরাজুল ইসলাম, ম. হামিদ। একতা সংঘের সভাপতি নিজাম উদ্দিন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দিন সোহেল এর সঞ্চালনায় বক্তব্য রাখেন গুলজার হোসেন, এম. আবু বক্কর রাজু, ইসকান্দর হোসেন, সাজিদ হাসান রনি, জসিম উদ্দিন, মো.ফরিদ, মো. সেলিম, মো.সরোয়ার প্রমুখ। অনুষ্ঠান সার্বিক সহযোগিতা করেন উত্তর বারাইপাড়া একতা সংঘের সহ-সভাপতি মো. ইসহাক, মো. নাছির, সিনিয়র যুগ্ম সম্পাদক বেলাল হোসেন ইমন, অর্থ সম্পাদক মো. রুবেল, সাংগঠনিক সম্পাদক মো. রাশেদ, ইমরান, আরমান, মুজিব, রাব্বি, ফারুক, লাবিব, সাফায়াত হোসেন সোহান, মিনার, আশিক, সাগর, মো. ফরহাদ, জিসান, নুরুল আমিন সহ সকল সদস্যবৃন্দ।