‘প্রত্যেক শিক্ষার্থীর জীবনের প্রথম লক্ষ্য থাকতে হবে ভাল মানুষ হওয়া’

রাউজান(চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা: রাউজান হযরত এয়াছিনশাহ পাবলিক (বহুমূখী)উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫এর উদ্বোধনী অনুষ্টান রবিবার(২৬ জানুয়ারি) সকালে স্কুল ময়দানে অনুষ্টিত হয়েছে।

স্কুল প্রধান শিক্ষক মোঃ নাসির উদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান অথিতির বক্তব্যে রাখেন স্কুলে প্রতিষ্টাতা আলহাজ্জ এম আবদুল ওহহাব বিএ বিএড মাইজভান্ডারী(রহঃ) সুযোগ্য সন্তান চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ফিজিক্যাল মেডিসিন ওয়ার্ডের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাক্তার মুহাম্মদ শওকত হোসেন।সহকারী প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান চৌধুরীর সঞ্চালনায় বক্তব্যে রাখেন কলেজ অধ্যক্ষ মুহাম্মদ আবদুল মান্নান,স্কুলের দাতা সদস্য আলহাজ্জ আল্লামা গোলাম মোস্তফা মোহাম্মদ শায়েস্তাখাঁন আযহারি,পরিচালনা কমিটির সদস্য রাউজান প্রেসক্লাব সভাপতি মাওলানা এম বেলাল উদ্দিন।উপস্থিত ছিলেন কমিটির সদস্য মোঃ সাইফুল,সুমন কুমার শীল,বিবি রহিমা বেগম,সিনিয়র শিক্ষক তসলিমা আকতার চৌধুরী,ভাগ্যধন ভট্রচার্য্য,মোঃ ফরিদ মিয়া,সৈয়দা রাসেদা খানম,মাওলানা শফিউল আজগর,ওমরাতুল ফেরদৌস,সাইদুল ইসলাম,রুপা আকতার,কাউছারুল আলম,কাইচার হামিদ,মোঃ আজাদ,মোঃ ইকবাল প্রমুখ।

প্রধান অথিতি বলেন, প্রত্যেক শিক্ষার্থীর জীবনের প্রথম লক্ষ্য থাকতে হবে ভাল মানুষ হওয়ার। এটি টিক করতে পারলে আমাদের জীবন সুন্দর ও সার্থক হবে। তিনি বলেন এর পর টিক করতে পারি আমরা কে কি হতে চাই।