জাহেদ কায়সার, প্রিয় চট্টগ্রা : চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে।
শনিবার (২৫ জানুয়ারি) সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চট্টগ্রাম নগরীর রহমতগঞ্জের ভেগাস কনভেনশন সেন্টারে চলে সিইউজের নির্বাচন। এবারের নির্বাচনে ৪৪২ জন ভোটারের মধ্যে ৩৯২ জন তাদের ভোট দেন।
নির্বাচনে সভাপতি পদে রিয়াজ হায়দার চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি পদে স ম ইব্রাহিম, সহ-সভাপতি পদে সাইদুল ইসলাম , সাধারণ সম্পাদক পদে সবুর শুভ, যুগ্ম সম্পাদক পদে মো. ওমর ফারুক, অর্থ সম্পাদক পদে মো. সরওয়ারুল আলম সোহেল, সাংগঠনিক সম্পাদক পদে সুবল বড়ুয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মিনহাজুল ইসলাম, সদস্য পদে প্রার্থী হয়েছেন আহসান হাবিবুল আলম নির্বাচিত হয়েছেন।