সংবিধানে আদিবাসী স্বীকৃতি আদায়ে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করতে হবে: সন্তু লারমা

কোনো সরকারই আমাদের কথা ভাবে না বলে আক্ষেপ প্রকাশ করেছেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধি প্রিয় লারমা (সন্তু লারমা)। তিনি বলেছেন, ‘বিগত কোন সরকারই আমাদের নিয়ে কেউ ভাবেনি। এই সরকারও ভাবছে না। সংবিধান সংস্কার প্রক্রিয়া চলছে সেখানেও আমাদের কি পরিচয় হবে সেটি নির্ধারণ করা হয় নি।’

শনিবার (২৫ জানুয়ারি) দুপুরে রাঙ্গামাটিতে আশিকা কনভেনশন হলে পার্বত্য চট্টগ্রামের আদিবাসী জুম্ম জনগণের সামগ্রিক পরিস্থিতি আলোকে নাগরিক সমাজের ভূমিকা প্রসঙ্গে সুধী সমাবেশ ও মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

এ সময় সন্তু লারমা বলেন, ‘আমরা সংখ্যায় কম, তাই বিভিন্ন সময় বিভিন্ন ভাবে আমাদের পরিচয় করিয়ে দেয়া হয়েছে। কিন্তু যারা সংখ্যায় বৃহত্তর, তাদের যদি একটা জাতিগত পরিচয় থাকতে পারে, তাহলে আমাদের থাকবে না কেন? সাধারণত এমন নামে পরিচিত করা হচ্ছে যেখানে, অসম্মান, ঘৃণা, বিদ্বেষ, রয়েছে।’

তিনি আরও বলেন, ‘ভুঁইফোড় সংগঠনের আবেদনের প্রেক্ষিতে পাঠ্য বই থেকে আদিবাসী গ্রাফিতি বাদ দেয়া হয়। তার প্রতিবাদ করায় পাহাড়ি ছাত্রছাত্রীদের ওপর হামলা চালানো হয়। এই সকারর এ বিষয়ে গুরুত্বপূর্ণ কোন ভূমিকা রাখেনি। তাই চুক্তি বাস্তবায়ন ও অধিকার আদায়ের জন্য আন্দোলনের বিকল্প নেই।’

সংবিধানে আদিবাসী স্বীকৃতি আদায়ে সকলকে ঐক্যবদ্ধভাবে আন্দোলনে প্রস্তুত থাকার আহ্বানও জানান সন্তু লারমা।

বাংলাদেশ আদিবাসী ফোরাম পার্বত্য অঞ্চলের সভাপতি প্রকৃতি রঞ্জন চাকমার সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন অ্যাডভোকেট দীননাথ তঞ্চগ্যা, সিএইচটি হেডম্যান নেটওয়ার্কের সাংগঠনিক সম্পাদক খোয়াঅং মারমা, শরণার্থী কল্যাণ সমিতি সাধারণ সম্পাদক সন্তোষিত চাকমা বকুল, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কে. এস মং মারমা।