চ্যাম্পিয়ন চন্দ্রঘোনা ইউনিয়ন
মোঃ নজরুল ইসলাম লাভলু, কাপ্তাই (রাঙামাটি): “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কাপ্তাই উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষ্যে কাপ্তাই উপজেলা পর্যায়ে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শনিবার (২৫ জানুয়ারি) বিকালে উপজেলা সদর বড়ইছড়ি কর্ণফুলী স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।
ফাইনাল খেলা রাইখালী ইউনিয়ন ও চন্দ্রঘোনা ইউনিয়নের মধ্যে অনুষ্ঠিত হয়। খেলায় চন্দ্রঘোনা ইউনিয়ন ৪-১ গোলে রাইখালী ইউনিয়নকে পরাজিত করে উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উভয় দলের মধ্যে ট্রফি বিতরণ করেন রাঙামাটি জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ রুহুল আমিন।
এসময় তিনি বলেন, তারুণদের উৎসব উপলক্ষে ফুটবল টুর্নামেন্টের আয়োজনের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের বিজয় উদযাপন করা হচ্ছে। খেলাধুলার মাধ্যমে আমাদের যেমন শরীরচর্চা হয়, তেমনি মনও ভাল থাকে, এমনকি খেলাধুলা মাদক থেকে সমাজকে দূরে রাখে। তাই আমাদের খেলাধুলার প্রতি মনোযোগী হতে হবে।
কাপ্তাই উপজেলার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) স্বরূপ মুহুরী এতে সভাপতিত্ব করেন। উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ হোসেনের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা বিএনপির সহ-সভাপতি ডা. রহমত উল্লাহ, কাপ্তাই উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান মো. দিলদার হোসেন, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য ও সাবেক জাতীয় ফুটবলার আসলাম খান, জামাল উদ্দীন, রূপসী কাপ্তাই’র নির্বাহী সম্পাদক সাংবাদিক কাজী মোশাররফ হোসেন, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা ফজলে রাব্বি, সহকারী তথ্য অফিসার মো. দেলোয়ার হোসেন, চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তার হোসেন মিলন, চন্দ্রঘোনা ইউনিয়ন বিএনপির সভাপতি জাকির হোসেন, নুরুল হুদা কাদেরী স্কুলের প্রধান শিক্ষক জয়সীম বড়ুয়া, কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুব হাসান বাবু, উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো. জাকির হোসেন, সহকারি যুব উন্নয়ন কর্মকর্তা খাইরুল বাশার, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী লিমন বর্মন, কাপ্তাই উপজেলা যুবদলের সদস্য সচিব ইব্রাহিম হাবিব মিলু প্রমূখ।
খেলায় রেফারির দায়িত্ব পালন করেন মুক্তি সাধন বড়ুয়া এবং সহকারী রেফারির দায়িত্ব পালন করেন অহিদুল আলম ও আব্দুল কাদের।