কাপ্তাই সুইডিশ মাদ্রাসা এতিম খানার শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ

মোঃ নজরুল ইসলাম লাভলু, কাপ্তাই(রাঙামাটি): কাপ্তাই সুইডিশ দারুল উলুম হাফেজীয়া নূরানী মাদ্রাসা ও এতিমখানায় শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে শুক্রবার (২৪ জানুয়ারি) দুপুরে।

কেপিএম স্কুলের ৮২ ব্যাচের ছাত্রদের উদ্যােগে মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণ করেন ৮২ ব্যাচের প্রাক্তন ছাত্র মো.গিয়াস উদ্দিন বিল্লাহ সোহেল, আব্দুল্লাহ আল মামুন, মো.আনিসুর রহমান প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো.দিলদার হোসেন, সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক ও মসজিদ কমিটির সভাপতি ডক্টর কামরুজ্জামান, ইঞ্জিনিয়ার রতমত উল্লাহ, মাদরাসা ও এতিমখানার পরিচালক হাফেজ মোকাম্মেল, চন্দ্রঘোনা ইউনিয়ন বিএনপির সভাপতি মো.জাকির হোসেন, কাপ্তাই প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি কবির হোসেন, ইউপি সদস্য মজিবুর রহমান, কাপ্তাই উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো.ইব্রাহিম, জিসাস উপজেলা সভাপতি নুর মোহাম্মদ বাবু, কৃষকদলের সদস্য সচিব মাসুদ সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং মাদরাসার শিক্ষকগন। এর আগে কেপিএমের প্রাক্তন ওই শিক্ষার্থীরা, মাদরাসা, মন্দির ও জেলেদের মাঝে কম্বল বিতরণ করেন।