শফিউল আলম, রাউজানঃ মাইজভাণ্ডারী কালাম পরিবেশনের মাধ্যমে ঢোল বাদ্য বাজিয়ে গরু, মহিষ, ছাগলসহ বিভিন্ন হাদিয়া নিয়ে দলে দলে ভক্ত-আশেকের আসছেন চট্টগ্রামের ফটিকছড়ির মাইজভাণ্ডার দরবার শরীফে। শুক্রবার (২৪ জানুয়ারি) গাউছুল আজম হযরত মাওলানা শাহ ছুফি সৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারী (ক.) ১১৯তম বার্ষিক ওরশ। এ ওরশকে কেন্দ্র করে গত এক সপ্তাহ ধরে আসতে শুরু করেছেন ভক্ত-আশেকেরা। এদিকে, তাদের নিরাপত্তা দিতে প্রশাসনের পক্ষ থেকেও নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি।
সরেজমিনে দেখা যায়, আশেক ভক্তরা দল বেধে মাজার শরীফ জেয়ারত করছে । ভক্ত-আশেকের ইবাদত, জিকির মিলাদ মাহফিল মুখরিত হয়ে উঠেছে মাইজভান্ডার দরবার শরীফ। ক্যাম্পে ক্যাম্পে ঢোল বাদ্য বাজনা ও মাইজভাণ্ডারী কালাম পরিবেশন। এক কথায় মুখরিত হয়ে উঠেছে মাইজভাণ্ডার দরবার শরীফ। একজন ভ্রাম্যমাণ ম্যাজিস্ট্রেটসহ তিনস্তরের নিরাপত্তা বেষ্টনি রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর। এছাড়া প্রশাসনের সমন্বয়ে রয়েছে মনজিল কর্তৃপক্ষের হাজার হাজার স্বেচ্ছাসেবক।
এদিকে, ওরশ শরীফ কেন্দ্র করে বসেছে গ্রামীণ লোকজ মেলা। মেলায় পোশাক, রকমারী খাবার, গৃহস্থালি প্রয়োজনীয় সামগ্রী বিক্রি করছেন ব্যবসায়ীরা। দা, ছুরি, বটি, বেত সামগ্রী, বেড়া, চাটাই, মাছধরার ফাঁদ, হাতপাখা, মোড়া, ফুলদানি, হাঁড়ি পাতিলসহ ঘরে ব্যবহারের প্রয়োজনীয় সামগ্রী পাওয়া যাচ্ছে। তাই মাঘের মেলার জন্য ঘরের বউ ঝিঁয়েরাও অপেক্ষায় থাকে। স্থানীয়দের পাশাপাশি উপজাতীরাও এ মেলায় ছুটে আসে।
এ মেলার অন্যতম আকর্ষণ বড় বড় সাইজের জাপানি মুলা বিক্রি; যা ভাণ্ডারী মুলা নামে খ্যাত। মেলার বিভিন্ন স্থানে জমজমাট মুলা বিক্রির দৃশ্য নজর কাড়ে সবার।
রওজা শরীফ গোসল ও গিলাফ চড়ানোর মাধ্যমে ওরশের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। শুক্রবার (২৪ জানুয়ারি) প্রধান দিবসের দিন স্ব স্ব মনজিলে কেন্দ্রীয় মিলাদ মাহ্ফিল ও আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে। আখেরি মোনাজাত পরিচালনা করবেন স্ব স্ব মনজিলের প্রধানরা। ওরশ শরীফ উদযাপন উপলক্ষে ইতোমধ্যে ফটিকছড়ি উপজেলা প্রশাসনের সাথে আহমদিয়া মনজিল ও গাউছিয়া হক মনজিলের প্রশাসনিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ওরশ শরীফ সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করা, দেশ-বিদেশ হতে আগত ভক্ত-আশেক ও জায়েরীনদের সুবিধার্থে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা, বিভিন্ন হোটেল খাবারের দাম নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা রক্ষায় ম্যাজিস্ট্রেট, পর্যাপ্ত পুলিশ, আনসার মোতায়েনসহ মঞ্জিলের স্বেচ্ছাসেবক নিয়োগের সিদ্ধান্ত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, ওরশ উপলক্ষে নির্বাহী ম্যাজিস্ট্রেট, স্পেশাল পুলিশ ফোর্স, পুরুষ-মহিলা আনসার টিম দায়িত্বে থাকবে। এছাড়া বিভিন্ন মঞ্জিলের সমন্বয়ে আগত ভক্ত-আশেকের সুবিধার্থে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।
তিনি আরো বলেন, ‘২৩ জানুয়ারি, ২৪ জানুয়ারি এবং আগামী ২৭ জানুয়ারি নগরের মুরাদপুর থেকে মাইজভাণ্ডার দরবার শরীফ পর্যন্ত বিআরটিসি’র বিশেষ বাস সার্ভিস চালু থাকবে। মহান ১০ মাঘ ওরশ শরীফ উপলক্ষে গাউসিয়া হক মঞ্জিল প্রতিষ্ঠিত শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্ট ১০ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচী পালন করে।