কাপ্তাইয়ে বৈষম্য বিরোধী ছাত্র-আন্দোলনে হামলায় জড়িত আসামি গ্রেফতার

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি: কাপ্তাইয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্রদের উপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় আরও এক আসামিকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বেলা সাড়ে ১০টায় চট্টগ্রাম জেলাধীন রাঙ্গুনিয়া উপজেলায় অভিযান চালিয়ে আসামি রিপনকে(৫০) গ্রেফতার করে কাপ্তাই থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামি রিপন কাপ্তাই ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের বাঁশকেন্দ্র এলাকায় বসবাসরত মো. ইউসুফের ছেলে।

কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.মাসুদ আসামী আটকের সত্যতা নিশ্চিত করে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা পুলিশ সুপারের দিক নির্দেশনায় কাপ্তাই থানা পুলিশের একটি টিম চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা এলাকায় অভিযান চালিয়ে আসামি রিপনকে গ্রেফতার করে। সে কাপ্তাই সুইডেন পলিটেকনিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্রদের উপর হামলায় দায়েরকৃত মামলার এজাহারভুক্ত আসামি। আটক আসামী রিপনকে ওইদিনই রাঙামাটি জেলা বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। উল্লেখ্য, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় এপযর্ন্ত ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।