চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফতেয়াবাদ এলাকার বালুরটাল থেকে পুড়ে অঙ্গার হওয়া এক অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২২ জানুয়ারি) সন্ধ্যা পৌনে ছয়টার দিকে একটি ঝোপ থেকে পুড়ে অঙ্গার হওয়া এই মরদেহ উদ্ধার করা হয়।
রদেহ
চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মো. তারেক আজিজ গণমাধ্যমকে বলেন, পার্শ্ববর্তী আলামত দেখে বুঝা যাচ্ছে এটি একটি নারীর মরদেহ। পাশে উড়না, জুতা পড়ে আছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে জীবন্ত অবস্থায় হাত-পা বেঁধে গায়ে আগুন দিয়ে অজ্ঞাত এক নারীকে পুড়িয়ে হত্যা করা হয়েছে। মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনার তদন্ত চলছে।