বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), চট্টগ্রাম জেলা কমিটির সাবেক সহ সভাপতি ও চট্টগ্রাম বন্দর শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি কমরেড নজরুল ইসলামকে দেখতে তাঁর বাসায় গিয়েছেন সিপিবির কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তি যোদ্ধা কমরেড মোঃ শাহ আলম সহ অন্যান্য নেতৃবৃন্দ ।
মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে চট্টগ্রামের পোর্ট কলোনি এলাকায় অসুস্থ প্রবিন কমিউনিস্ট নেতা কমরেড নজরুল ইসলামকে দেখতে যান। এসময় সিপিবির নেতৃবৃন্দ কমরেড নজরুল ইসলামের চিকিৎসা সংক্রান্ত অগ্রগতি সম্পর্কে খোঁজ নেন এবং তাঁর দ্রুত আরোগ্য কামনা করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি কমরেড অশোক সাহা, সহকারী সম্পাদক ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কমরেড নুরুচ্ছাফা ভূঁইয়া, হালিশহর থানা শাখার সম্পাদক ইমতিয়াজ সবুজ, বন্দর থানা শাখার সম্পাদক রতন ভৌমিক, সাবেক ছাত্র নেতা ও খেলাঘর নেতা রুপক চৌধুরী ও চট্টগ্রাম জেলা ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ইমরান চৌধুরী।
কমরেড নজরুল ইসালাম পাকিস্তানি স্বৈরশাসক আইয়ুবশাহীর সামরিক শাসনের বিরুদ্ধে শ্রমিক আন্দোলনের মধ্যে দিয়ে তাঁহার রাজনৈতিক জীবন শুরু হয়। ৭১ সালে মহান মুক্তিযুদ্ধে ন্যাপ, কমিউনিস্ট পার্টি ও ছাত্র ইউনিয়নের গেরিলা বাহিনীতে যোগদান করেন। মুক্তিযুদ্ধের পর চট্টগ্রাম বন্দরকে পূর্ণগঠনের কাজে আত্মনিয়োগ করেন। এরপর ১৯৭৩ সালে সিবিএর যুগ্ম সম্পদকের দায়িত্ব পালন করেন। পরে উক্ত সংগঠনের সভাপতি ছিলেন। ১৯৮২ সালে এরশাদের সামরিক শাসনের সময়ে বন্দর কর্মচারিদর হৃত অধিকার আদায়ের সংগ্রামে তিনি ১৪ মাস কারা বরণ করেন। কমরেড নজরুল ইসলাম গণতান্ত্রিক আন্দোলন ও শ্রম জীবি মানুষের মুক্তির সংগ্রামে দীর্ঘ জীবন অতিবাহিত করেন। বর্তমানে তিনি বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছেন।