চট্টগ্রামের আনোয়ারায় ৪০০ পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করেছে কোস্টগার্ড।
রোববার (১৯ জানুয়ারি) রাত আড়াইটার দিকে উপজেলার সাঙ্গু নদীর মোহনায় সমুদ্র এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৪০০ পিস ইয়াবা জব্দ করা হয়।
আটককৃতরা হলেন, আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের খোর্দ্দ গহিরা এলাকার আমির আলী মাঝি বাড়ির আবদুল জলিলের ছেলে মোঃ লিটন (৩৮), সকিনার বাড়ির মৃত খুল্লা মিয়ার ছেলে মোঃ হাসেম (৪৫), আমির আলী মাঝি বাড়ির মৃত ছালে আহম্মদের ছেলে মোঃ মিন্টু (৩৮) ও খুন্নার বাড়ির মৃত আবু তাহেরের ছেলে মোঃ কায়সার (৩৮)।
বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার অফিসার ইনজার্জ (ওসি) মনির হোসেন জানান, ৪০০ পিস ইয়াবাসহ ৪ জনকে কোস্ট গার্ড আটক করে আনোয়ারা থানায় হস্তান্তর করেছে। আটক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।