রাস্তা ও ফুটপাত দখল করে ব্যবসার অপরাধে ৫৬ হাজার টাকা জরিমানা

চট্টগ্রাম সিটি করপোরেশন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা বুধবার(১৫ জানুয়ারি) নগরীর বাকলিয়া থানা এলাকায় শাহ আমানত সেতু সংযোগ সড়কের বাকলিয়া এক্সেস রোড মোড়ে অভিযান পরিচালনা করে।

অভিযানকালে অবৈধভাবে রাস্তা দখল করে দোকানের মালামাল রেখে জনদুর্ভোগ সৃষ্টি করার অপরাধে সাদিয়াস কিচেনকে ১৫ হাজার, ইউনিক মোটরস কে ফুটপাত দখল করে ও ট্রেড লাইসেন্স বিহীন ব্যবসা করার অপরাধে ১০ হাজার, স্বাদ ঘরকে ৫ হাজার ও রফিক স্টোরকে ৩ হাজারসহ সর্বমোট ৩৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অপর অভিযানে স্পেশাল ম্যাজিস্ট্রে মনিষা মহাজন সাগরিকা রোডের উভয় পাশর্^ ও জহুর আমহদ চৌধুরী স্টেডিয়াম এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। সেখানে রাস্তা ও ফুটপাতের উপর স্থাপিত অবৈধ দোকান সমুহ উচ্ছেদ করে দখল মুক্ত করেন। অভিযানকালে বিভিন্ন দোকান হতে ২৩ হাজার টাকা জরিমানা আদায় করেন।
এ সময় ম্যাজিস্টেটের সাথে উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা কমান্ডার ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী,মেয়রের রাজনৈতিক সচিব মারুফুল হক চৌধুরী।