কাপ্তাইয়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন

মোঃ নজরুল ইসলাম লাভলু, কাপ্তাই (রাঙামাটি): কাপ্তাই উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন (৪৬ তম বিজ্ঞান মেলা), ৯ম বিজ্ঞান অলিম্পিয়াড ও ৯ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।

কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা জিসান বিন মাজেদ উপস্থিত থেকে প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন। তিনি বলেন, শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান ভিত্তিক জ্ঞান ও মানব জীবনের সকল ক্ষেত্রে বিজ্ঞানের গবেষণালব্ধ জ্ঞানকে কাজে লাগিয়ে মানুষের দৈনন্দিন জীবনকে সহজ করে তুলতে হবে। নিত্য নতুন বৈজ্ঞানিক আবিষ্কারের মাধ্যমে নতুন প্রজন্মকে বিজ্ঞানমনস্ক প্রজন্ম হিসেবে গড়ে তুলতে এধরনের মেলা সহায়ক ভূমিকা পালন করবে।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়ের পৃষ্ঠ-পোষকতায় এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর, ঢাকার তত্ত্বাবধানে অনুষ্ঠিত প্রতিযোগিতায় কাপ্তাই উপজেলার ১৪টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।

“জ্ঞান বিজ্ঞানে করবো জয় সেরা হবো বিশ্বময়” এই প্রতিপাদ্যে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) স্বরূপ মহূরী, উপজেলা সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ মাহমুদ হাসান, উপজেলা একাডেমিক সুপারভাইজার সোশেল চাকমা সহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে অতিথিরা বিভিন্ন স্টল পরিদর্শন করেন।